ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর-পুরি জাতীয় মহাসড়কের সিআইএফএ-এর কাছে বাংলাদেশি তীর্থযাত্রীদের বহনকারী একটি পর্যটন বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাংলাদেশি একজন তীর্থযাত্রী নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) ভোররাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি তীর্থযাত্রীদের বহনকারী বাসটি ৬৫ জনেরও বেশি যাত্রী নিয়ে পুরী যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম ওমকম নিউজ জানিয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা তীর্থযাত্রীরা পুরীতে ভগবান জগন্নাথের দর্শন এবং পরে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে একটি ধর্মীয় ভ্রমণে ছিলেন।

ওড়িশায় পৌঁছানোর আগে তারা ইতিমধ্যেই অযোধ্যা এবং দ্বারকা পরিদর্শন করেছিলেন।

দলটি দুটি বাসে ভ্রমণ করছিল, মোট ১৪০ জন তীর্থযাত্রী নিয়ে। দ্বিতীয় বাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন প্রাথমিকভাবে জানা গেছে। বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। যাত্রীরা ভেতরে আটকা পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। প্রথম বাস, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পরবর্তীতে জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড ইউনিটসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

পিপিলি থানার ইনচার্জ সৌয়মেন্দু শেখর ত্রিপাঠি বলেন, রবিবার ভোরে পিপিলি থানা এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় বাংলাদেশ থেকে আসা ১৬ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। ভুবনেশ্বরের রাজধানী হাসপাতালে নেওয়ার পথে একজন মহিলা যাত্রী, বাংলাদেশের ননিবালা নাথ, আহত অবস্থায় মারা যান।

ত্রিপাঠি আরো জানান, গুরুতর আহত তিনজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ভুবনেশ্বরের এইমস-এ রেফার করা হয়েছে। অন্যান্য তীর্থযাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ত্রিপাঠি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে যে চালক ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিলেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ম্যারাডোনা: কখনো দেবতা, কখনো বিপ্লবী, আবার কখনো জোচ্চোর ও মাদকসেবী

‘যখন তার কাছে বল থাকত না, তখন সে মা দিবসে আদমের চেয়েও নিজেকে একা মনে করত’—ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে কথাগুলো বলেছিলেন মেক্সিকান লেখক হুয়ান ভিলোরো।

অনেক বছর আগে বুয়েন্স এইরেসের ধূলিমাখা পথ থেকে যাত্রা শুরু করেছিলেন একজন ডিয়েগো ম্যারাডোনা। খুব সরল কোনো পথ নয়, বরং আঁকাবাঁকা ও চড়াই-উতরাইয়ে ভরা। সেই পথ ধরে ম্যারাডোনা নামের সেই ছেলে কোথায় পৌঁছাতে চেয়েছিলেন, শুরুতে তা হয়তো তিনি নিজেও জানতেন না। তবে তিনি যা জানতেন, সেটা হলো এই চলার পথে যা কিছু আসবে, সবকিছুকেই দৃঢ়তার সঙ্গে বরণ করে নিতে হবে। আর এভাবে নিতে নিতে তিনি হয়ে উঠবেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

শুধু ফুটবলার পরিচয়ে ম্যারাডোনাকে আটকে রাখার সুযোগ নেই। কারণ, শেষ পর্যন্ত ফুটবলারের চেয়েও বড় কিছু হয়ে উঠেছিলেন তিনি। হয়ে ওঠেছিলেন ইতিহাসের সবচেয়ে বর্ণিল চরিত্রগুলোর একটি। এমন বর্ণিল চরিত্র যাকে কাঠামোয় ধরে রাখা কঠিন। এত কিছুর সন্নিবেশ কীভাবে একজন মানুষের মধ্যে থাকতে পারে, সে-ও এক পরম আশ্চর্যের বিষয়। তবে যেসব শিল্পী সেই বর্ণিল চরিত্রটিকে সার্থকভাবে তুলে আনতে পেরেছিলেন, সার্বিয়ান চলচ্চিত্র পরিচালক এমির কুস্তোরিকা তাঁদের অন্যতম। হয়তো বন্ধু ছিলেন বলেই এতটা সৎ ও নিখুঁতভাবে ম্যারাডোনাকে পর্দায় হাজির করতে পেরেছিলেন কুস্তোরিকা।

আরও পড়ুনইনসাইড এজ: ক্রিকেটের অন্ধকার অন্দরমহলে যা ঘটে২৪ মার্চ ২০২৫

ম্যারাডোনার চারিত্রিক বৈশিষ্ট্যের মতোই এই প্রামাণ্যচিত্র খানিকটা খাপছাড়া ও এলোমেলো। তবে কুস্তোরিকার অন্য কাজগুলো দেখলে বিষয়টা মোটেই অপরিকল্পিত বা উদ্দেশ্যহীন মনে হবে না। অনৈক্যের এই ঐক্য কুস্তোরিকার অন্য চলচ্চিত্রগুলোতে বেশ প্রবল। পাশাপাশি এটিকে ম্যারাডোনার চরিত্রের প্রতীকী প্রকাশ হিসেবেও দেখা যেতে পারে।

এই প্রামাণ্যচিত্র শুরু হয় বুয়েনস এইরেসের একটি কনসার্টের দৃশ্য দিয়ে। এরপর ভয়েস ওভারে শোনা যায় কুস্তোরিকার কণ্ঠ। তিনি বলেন, ‘ডিয়েগো খুব সহজেই আমার প্রথম সিনেমার নায়ক হতে পারত।’ এভাবেই মূলত শুরু হয় প্রামাণ্যচিত্রটি। একই সঙ্গে একজন নায়ক এবং প্রতি নায়কের গল্প। আরও সহজভাবে বললে পরিচালক কুস্তোরিকার একজন বন্ধুর গল্প।

বিশ্বকাপ ট্রফি হাতে ম্যারাডোনা

সম্পর্কিত নিবন্ধ

  • সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, মদ্যপ পরিচালক গ্রেপ্তার
  • হাতভাঙার ভুয়া এক্স-রে জমা দিয়ে মামলার অভিযোগ 
  • ম্যারাডোনা: কখনো দেবতা, কখনো বিপ্লবী, আবার কখনো জোচ্চোর ও মাদকসেবী
  • উড়িষ্যায় বাংলাদেশি পর্যটকবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫
  • নাটোরে ৩ পরিবহনকে জরিমানা
  • ওড়িশায় দুর্ঘটনার কবলে বাংলাদেশি পর্যটকবাহী বাস, নিহত ১ আহত ১৫
  • ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৫
  • মোহাম্মদপুর থানার কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধর, মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ
  • পাবনায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ৯ পরিবহনকে জরিমানা