সরকারি কর্মচারী বাতায়নে ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি নয়
Published: 6th, April 2025 GMT
সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য সদ্য তোলা রঙিন ছবিসহ হালনাগাদ না করলে পদোন্নতির বিষয়ে বিবেচনা করা হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব–উল–আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের পরীক্ষা ২৩ এপ্রিল২৫ মার্চ ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসের পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাঁদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ড এস র
এছাড়াও পড়ুন:
রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না
সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএস-এর ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরিভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।