আমিরাতের সহযোগিতায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব: আসিফ মাহমুদ
Published: 6th, April 2025 GMT
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব তৈরির পরিকল্পনা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের আটটি বিভাগে আধুনিক স্পোর্টস হাব গড়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শনিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথম থেকেই আমরা একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছিলাম। তবে ক্রীড়া বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার দেশের আট বিভাগেই স্পোর্টস হাব গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।’
এর আগে এ বিষয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘স্যার (প্রধান উপদেষ্টা ড.
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রকল্পটির ডিজাইন ও কারিগরি দিক নিয়ে কাজ শুরু করেছে। ক্রীড়া উপদেষ্টা জানান, ‘কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা চূড়ান্ত করে জানানো হবে। আশা করছি আগামী অর্থবছরেই কাজ শুরু করা যাবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স প র টস ব আম র ত উপদ ষ ট সহয গ ত
এছাড়াও পড়ুন:
ঢাকায় ‘নৃত্যসুধা’
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যসুধা’। নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র জানিয়েছে, অনুষ্ঠানে দেশি-বিদেশি নানা রকম নৃত্য পরিবেশন করবেন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।
অনুষ্ঠান পরিকল্পনায় রয়েছেন নৃত্যশিল্পী তামান্না রহমান। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন বেলায়েত হোসেন খান ও তাঁর দল, মুনমুন আহমেদ ও তাঁর দল, কবিরুল ইসলাম রতন ও তাঁর দল, প্রমা অবন্তী ও তাঁর দল, তামান্না রহমান ও তাঁর দল এবং ইয়্যাং হুই ও তাঁর দল।
‘নৃত্যসুধা’র ৫ম পর্বের এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যের নানা ধারা—মনিপুরী, ওড়িশী, ভরতনাট্যম ও কথক নৃত্যের পরিবেশনা রয়েছে। পাশাপাশি বিদেশি যন্ত্রসংগীতে দেশীয় নৃত্যের বিশেষ কম্পোজিশন পরিবেশন করবেন শিল্পীরা।
দর্শকরা আরও দেখতে পারবেন কোরিয়ার পাখা নৃত্য, জার্মানির লোকনৃত্য, জাপানিজ নৃত্য, হাওয়াইয়ের হুলা নৃত্য ও নেপালের ঐতিহ্যবাহী নৃত্য।
অনুষ্ঠানে থাকবে ইয়্যাং হুই–এর পরিচালনায় চীনা ঐতিহ্যবাহী ও সমকালীন নৃত্য পরিবেশনা। মহিলা সমিতিতে অনুষ্ঠানের আগে টিকিট সংগ্রহ করা যাবে।