প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। শামীমা নাসরিন রাসেলের স্ত্রী।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো.

মিনহাজুর রহমান আজ রোববার এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তাঁর স্ত্রী শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।

আইনজীবী সাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতারণার অভিযোগে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন তাঁর মক্কেল মুজাহিদ হাসান।

ভুক্তভোগী মামলায় অভিযোগ করেন, ইভ্যালির চমকদার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি দুটি মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে টাকা পরিশোধ করেন। ইভ্যালি থেকে তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়নি। পরে দুটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। পরে তিনি ইভ্যালি বরাবর আইনি নোটিশ করেছিলেন। কিন্তু ইভ্যালি তাঁর পাওনা পরিশোধ করেনি। এরপর মুজাহিদ হাসান ঢাকার আদালতে নালিশি মামলা করেন।

এর আগে গত ২৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে করা আরেকটি মামলায় রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে দুই বছর কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।

এ বিষয়ে রোববার সাংবাদিকদের বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেন, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার আগে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।’ 

প্রসঙ্গত, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, রিটেন ও ভাইভায় কৃতকার্য হতে হয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
  • নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজে নাসির
  • মৌলভীবাজারে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা
  • ওষুধ ও সেবা মিলছে না শিশু, মাতৃমৃত্যুর ঝুঁকি
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল-তৌহিদ
  • আওয়ামীপন্থী ৬১ আইনজীবী কারাগারে, ১৯ জনের জামিন
  • আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল  
  • আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
  • কারিগরি শিক্ষার্থীদের প্রতি অবহেলা: ন্যায়বিচার কোথায়