অনেক চলচ্চিত্র সমালোচকের মতে পারভিন ববি ভারতীয় চলচ্চিত্রে পশ্চিমা হাওয়া এনেছিলেন। আশির দশকে খ্যাতির শীর্ষে ছিলেন। শরীরী ভাষা ও পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি। সহজ স্বাচ্ছন্দ্যে পর্দায় রোমাঞ্চ করতে পেরেছিলেন সে সময়ের শীর্ষ সব নায়কদের সঙ্গে। কিন্তু একসময় ব্যক্তিগত জীবনে সম্পর্কের জটিলতা পারভিনকে ঠেলে দেয় নেশা আর মানসিক রোগের অন্ধকারে। ৪ এপ্রিল ছিল পারভিন ববির জন্মদিন।

১৯৪৯ সালের ৪ এপ্রিল গুজরাটের জুনাগড়ে জন্ম পারভিন ববির। মা–বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি। পারভিনের বয়স যখন পাঁচ বছর, তখন বাবাকে হারান তিনি।

আহমেদাবাদের মাউন্ট কারমেল উচ্চবিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষের পর সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেন পারভিন।

অবশ্য পারভিন ববির জন্মদিন নিয়ে খুব বেশি আলোচনা হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে সে অর্থে তেমন লেখালেখিও হয়নি।

বরং তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যুই যেন বেশি চর্চিত। দিনটি ছিল ২০০৫ সালের ২০ জানুয়ারি। মৃত্যুর দিন তিনেক পর পচন ধরা নিথর দেহটা উদ্ধার করা হয়েছিল। নিঃসঙ্গ পারভিন এভাবেই চলে গিয়েছিলেন। না জানি কত অজানা কথা সঙ্গে নিয়ে গেছেন তিনি।

টাইম ম্যাগাজিনেপারভিন ববিই প্রথম বলিউড তারকা, যিনি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন। ১৯৭৬ সালের ১৯ জুলাই সাময়িকীটির ইউরোপীয় সংস্করণের প্রচ্ছদে দেখা যায় তাঁকে।নায়কের পাশাপাশি১৯৭২ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন পারভিন। তখনই সুযোগ পান অভিনয়ের। পরের বছর মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র ‘চরিত্র’। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল ‘দিওয়ার’। অমিতাভ বচ্চন ও শশী কাপুরের সঙ্গে এই ছবিতে অনিতা চরিত্রে দেখা গিয়েছিল পারভিনকে। এই ছবির হাত ধরেই বলিপাড়ার প্রথম সারির নায়িকা হিসেবে নিজের জায়গা করে নেন। ‘দিওয়ার’, ‘নমক হালাল’, ‘ওমর আকবর অ্যান্টনি’, ‘শান’-এর মতো সুপারহিট ছবির সাফল্যের বড় অংশীদার ছিলেন তিনিও।

সাবেক প্রেমিক পরিচালক মহেশ ভাট যদিও চলচ্চিত্র কিংবা সাক্ষাৎকারের মাধ্যমে পারভিনের ব্যক্তিজীবন সম্পর্কে অনেক কিছুই জানিয়েছেন, কিন্তু এরপরও রহস্যেই থেকে গেছে পারভিন ববির জীবন।

ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত সাবেক প্রেমিকা সম্পর্কে বলেন, ‘বলিউড রূপকথার গল্পের মতো। শিক্ষা পেলেই তুমি আর কখনো কষ্ট পাবে না। এই মদ, গোলাপ এবং পারভিনের সঙ্গে চোখের জল ফেলা, সত্তরের দশকের এই সুপারস্টার মেয়েটি ছিল ম্যাগাজিন গার্ল। গুজরাটের জুনাগড়ের মেয়েটি বিশ্বব্যাপী ফ্যাশনকে খুব সাধারণভাবেই তুলে ধরেছেন।’

পারভিনের প্রেমপ্রথমে অভিনেতা-পরিচালক ড্যানি ডেনজংপার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পারভিন। তবে কখনোই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি। ড্যানির পর অভিনেতা কবির বেদির প্রেমে পড়েছিলেন পারভিন, তবে সেই প্রেমও টেকেনি। কবির বেদির সঙ্গে ‘বিচ্ছেদে’ বিধ্বস্ত হয়ে পড়েন ববি। এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের খবরও চাউর হয়েছিল সে সময়। পরিচালক মহেশ ভাটের সঙ্গে শেষমেশ প্রণয়ে জড়ান। ১৯৭৭ সালে বিবাহিত মহেশের সঙ্গে সম্পর্কে জড়ান। মহেশ ও পারভিনের প্রেমকাহিনি বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল। মহেশ সেটা বরাবরই স্বীকার করেছেন।পারভিন ববি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র প রথম

এছাড়াও পড়ুন:

বিয়ে করেছেন মীরাক্কেলের জামিল

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান জামিল হোসেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। গতকাল রোববার এই অভিনয়শিল্পী বিয়ে সেরে নিয়েছেন। তাঁর স্ত্রী মুনমুন আহমেদও অভিনয়ের সঙ্গে জড়িত। ঢাকার উত্তরার একটি রেস্তোঁরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গতকাল রাতে জামিল তাঁর স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ জামিলের পোস্ট করা সেই স্থিরচিত্রে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাঁদের দুজনের শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

বিয়ের প্রসঙ্গে আজ সোমবার সকালে কথা হয় জামিলের সঙ্গে। তিনি বলেন,‘বছরখানেক আগে আমাদের দুজনের পরিচয়। মুনমুনও অভিনয় করে। অভিনয়ের সূত্রে পরিচয় হলেও একটা সময় আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। আমরা ভাবলাম, সম্পর্কটা আরও এগিয়ে নেওয়ার। এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’

বিয়ের আসরে জামিল হোসেন ও মুনমুন আহমেদ

সম্পর্কিত নিবন্ধ