৬ ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎসব পিএসজির
Published: 6th, April 2025 GMT
ফরাসি লিগ ওয়ানে আরেকটি মৌসুমে শিরোপা উৎসব করল প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। অ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল লুইস এনরিকের দল।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেসিরে ডুয়ে। এই জয়ে টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের শ্রেষ্ঠত্ব ধরে রাখল পিএসজি। সবমিলিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে এটি ক্লাবটির ১৩তম শিরোপা।
পুরো ম্যাচজুড়েই দাপট দেখায় প্যারিসের জায়ান্টরা। বল দখলে ছিল ৮২ শতাংশ সময়, গোলের জন্য নেয় ২০টি শট। বিপরীতে অ্যাঙ্গার্স গোলের লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র ৫টি।
এই জয়ে ২৮ ম্যাচে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে তারা এগিয়ে ২৪ পয়েন্টে। ফলে মৌসুম শেষ হতে ছয় ম্যাচ বাকি থাকতেই অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা।
শেষ ১৩ মৌসুমে এটি পিএসজির ১১তম লিগ শিরোপা। আধিপত্যের এই ধারা ধরে রেখে তারা আরও একবার প্রমাণ করল ফ্রান্সের শীর্ষ লিগে আপাতত তাদের সমকক্ষ কেউ নেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের আশঙ্কা
কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে ‘অনেক মানুষ নিহত’ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে, গতকাল শনিবার সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে এক উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িচালককে আটক করা হয়েছে। ঠিক কতজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, গতকাল স্থানীয় সময় রাত ৮টার একটু পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরও বিস্তারিত তথ্য জানাবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একদল পথচারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।