ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

হানিফ মাঝি অভিযোগ করে বলেন, ‘‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজানে নিখোঁজ হয়। এরপর থেকেই দাবি করা হচ্ছিল, আসাদ তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এ ঘটনার জেরে সিরাজের ছেলে সাদ্দাম আসাদকে মারধর করে। এরপর বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।’’

আরো পড়ুন:

পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের

ছুরিকাঘাতে যুবক খুন, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

নলছিটি  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/অলোক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল

নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বোলার বল করতে দৌড়েছেন, ব্যাটার তৈরি, এই মুহূর্তে হঠাৎ করে স্টেডিয়ামজুড়ে নেমে এলো অন্ধকার! বিদ্যুৎ বিভ্রাটের এমন অদ্ভুত সময়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে, তৈরি হলো হাস্যকর এক দৃশ্য।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটিংয়ে তখন ক্রিজে ছিলেন তাইয়েব তাহির, বল করছিলেন কিউই পেসার জ্যাকব ডাফি। ওভারের চতুর্থ বল করতে গিয়ে পপিং ক্রিজে ঢুকেই বল ছাড়েন ডাফি, আর ঠিক তখনই পুরো স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যায়। অন্ধকারে বল হাতছাড়া হয়ে যায়, এবং সোজা চলে যায় সীমানার বাইরে।

তাইয়েব তাহির দ্রুত স্টাম্প ছেড়ে সরে যান, কিন্তু বল কোন দিক দিয়ে এল, বুঝে উঠতে পারেননি উইকেটকিপারও। মুহূর্তের বিভ্রান্তি কাটিয়ে দর্শক ও খেলোয়াড়দের মাঝে হাস্যরস ছড়িয়ে পড়ে। ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করে বলতে থাকেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে তা ঘটতে দেখেননি।

pic.twitter.com/7gvtvYkR0C

— urooj Jawed ???? (@cricketfan95989) April 5, 2025

অবশ্য বিদ্যুৎ বিভ্রাটের এই নাটকীয়তা ম্যাচের ফল বদলাতে পারেনি। পাকিস্তান এরপর ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ফলে ৪৩ রানের জয় পেয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

সম্পর্কিত নিবন্ধ

  • মোনালিসা: চুরি যাওয়া আর ফেরত পাওয়া
  • ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
  • ১৪ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লিভারপুল, ২৬ ম্যাচ পর হারল প্রিমিয়ার লিগে
  • আক্কেলপুরে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
  • এনরিকে ও ক্যাম্পোসের পিএসজির চারে চার
  • সিঙ্গাপুর যাচ্ছেন তামিম
  • ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খাইরুল
  • সুপার লিগের টিকিট পাওয়ার লড়াই
  • বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল