পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
Published: 6th, April 2025 GMT
বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচি ঘিরে পিলখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশেপাশে অবস্থান নেন। এতে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশ নিতে দেখা যায়।
এ সময় পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে প্রস্তুত রাখা হয়েছে রায়টকার ও জল কামান।
আন্দোলনের অংশে নেওয়া বিডিআর সদস্যদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোন বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
ঢাকা/এমআর/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ড আর সদস য চ কর চ য ত র সদস য অবস থ ন
এছাড়াও পড়ুন:
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক
বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
গত ২৫ এপ্রিল (শুক্রবার) রাজধানী ঢাকায় এই বৈঠক হয়। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তাহসীন রিয়াজ। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন চেন জুয়ানবো, চেন ইয়াংপেই ও ঝাং গুইউ।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়টি জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে তাদের আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার নিয়ে এনসিপির ভাবনা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা।’ বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বাংলাদেশের উত্তরণের সংকটময় পর্বের রূপরেখা তুলে ধরে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের জন্য নিজেদের অঙ্গীকারের কথাও উল্লেখ করে প্রতিনিধিদল।
চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গত শুক্রবার ঢাকায়