পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
Published: 6th, April 2025 GMT
বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচি ঘিরে পিলখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশেপাশে অবস্থান নেন। এতে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশ নিতে দেখা যায়।
এ সময় পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে প্রস্তুত রাখা হয়েছে রায়টকার ও জল কামান।
আন্দোলনের অংশে নেওয়া বিডিআর সদস্যদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোন বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
ঢাকা/এমআর/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ড আর সদস য চ কর চ য ত র সদস য অবস থ ন
এছাড়াও পড়ুন:
সাগরে লঘু চাপের পূর্বাভাস, হতে পারে বৃষ্টি ও শিলাবৃষ্টি
দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যে কারণে ঢাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানানো হয়েছে, লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। আর মৌসুমের স্বাভাবিক লঘু চাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।
আজ সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।