খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যার অভিযোগ
Published: 6th, April 2025 GMT
খাগড়াছড়ির পানছড়িতে অমর জীবন চাকমা (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৮দিকে উপজেলার শ্রীকুন্তি মা ছড়া এলাকার রত্নসেন পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত অমর জীবন চাকমা ওই পাড়ার সত্যপ্রিয় চাকমার ছেলে। তবে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।
আরো পড়ুন:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজ ভাই নিহত
স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে হত্যা, স্ত্রী আটক
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ খবর নিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’’
ঢাকা/রুপায়ন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ
এছাড়াও পড়ুন:
বংশালে লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১
ঢাকার বংশালে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় আট জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নাজিমুদ্দিন রোডের মাকডরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত ওই দোকানে আগুন লাগে। নিহত ব্যক্তির নাম আমিনুদ্দিন (৬৫)।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আট জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আরো পড়ুন:
রাজশাহীতে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে বাস ও পিকআপ সংঘর্ষে নারী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘‘ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’’
ঢাকা/রাজীব