সারা বছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১. বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের (এলডিসি) সংখ্যা—৪৪টি।

২. বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়— ১৯৭১ সালে ।

৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি)  তালিকায় যুক্ত হয়—১৯৭৪ সালে।

৪. বাংলাদেশ বিশ্বব্যাংকের ‘নিম্ন আয়ের দেশ’ পর্যায় থেকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’–এ উত্তীর্ণ হয়—১ জুলাই ২০২৫।

৫.

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ— লাওস ও নেপাল।

৬. বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে—২০২৬ সালের ২৪ নভেম্বর।

৭. বিশ্বে গত পাঁচ দশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি)  থেকে বের হয়েছে মাত্র—৮টি দেশ। দেশগুলো হলো: ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল, গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ।

৮. জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত —ইউক্রেনে ।

৯.  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের  ‘রাজু ভাস্কর্য’এর ভাস্করের নাম—শ্যামল চৌধুরী।

১০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘণ্টায় সর্বোচ্চ— ২৫০ কিমি গতিতে।

১১. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য—৪.৮ কিলোমিটার।

১২. দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতু (দৈর্ঘ্য ৫ দশমিক ১৩ কিমি) চালু হয়—৬ সেপ্টেম্বর ২০২২ সালে।

১৩. বাংলাদেশে বর্তমানে ‘পরিবেশবান্ধব’ সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা—১৪০টি।

১৪. বিশ্বে শীর্ষ ১০০টি পরিবেশবন্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা—৬৬টি।

১৫. বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ  ই–কমার্স প্রতিষ্ঠান—আমাজন ।

১৬. ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল—২০২৪ সাল।

১৭. বিশ্বে ২০২৪ সালের সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ—ফিনল্যান্ড।

১৮. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ চালু হয়—রেল বাস।

১৯. ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী  ‘বিশ্ব সরকার সম্মেলন’ অনুষ্ঠিত হয়— আরব আমিরাতে দুবাই ।

২০. USAID–এর পূর্ণ নাম—United States Agency For International Development.    

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এলড স

এছাড়াও পড়ুন:

নোমাডের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ কত নম্বরে

আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত নোমাড পাসপোর্ট সূচক ২০২৫–এ বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৮২তম। সে হিসেবে দেশের পাসপোর্টের অবস্থান এক ধাপ এগিয়েছে।

দুবাইভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট গতকাল শুক্রবার পাসপোর্টের এই বৈশ্বিক সূচক প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি দেওয়া রয়েছে।

তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের স্কোর ১০৯। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া কিংবা অন–অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন।

নোমাডের তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কিংবা অন–অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

পাসপোর্টের অন্য সূচকগুলো সাধারণত ভিসামুক্ত কিংবা অন–অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধার ওপর ভিত্তিতে তৈরি হলেও নোমাড ক্যাপিটালিস্টের সূচক মোট পাঁচটি মানদণ্ড বিশ্লেষণ করে। এগুলো হলো ভিসামুক্ত ভ্রমণ (৫০ শতাংশ), করব্যবস্থা (২০ শতাংশ), বৈশ্বিক ধারণা (১০ শতাংশ), দ্বৈত নাগরিকত্ব ধারণের সক্ষমতা (১০ শতাংশ) ও ব্যক্তিগত স্বাধীনতা (১০ শতাংশ)।

সূচক অনুযায়ী, এসব মানদণ্ড বিভিন্ন দেশের নাগরিকত্বের ‘প্রকৃত মূল্য’ বুঝতে সাহায্য করে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। পাঁচটি মানদণ্ডে দেশগুলোর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বৈশ্বিক র‍্যাঙ্কিং করা হয়েছে।

আরও পড়ুনসবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ-ভারত-পাকিস্তান কে কত নম্বরে০৮ ফেব্রুয়ারি ২০২৫সেরা দশে কারা

নোমাড পাসপোর্ট সূচকে বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আয়ারল্যান্ডের পর দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড ও গ্রিস। দেশ দুটির স্কোর ১০৮ দশমিক ৫।

সেরা দশের অন্যান্য দেশ হলো যথাক্রমে পর্তুগাল, মাল্টা, ইতালি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড বাদে সেরা দশের সব কটি দেশ ইউরোপের। দেশ দুটি যৌথভাবে দশম অবস্থানে রয়েছে।

এ ছাড়া নোমাড পাসপোর্ট সূচকে যুক্তরাজ্য ২১, জাপান ৩৭, যুক্তরাষ্ট্র ৪৫, রাশিয়া ৯৫ ও চীন ১১৯তম অবস্থানে রয়েছে।

আরও পড়ুনশক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ০৮ জানুয়ারি ২০২৫দক্ষিণ এশিয়ায় কে কোথায়

নোমাড পাসপোর্ট সূচকে বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার চারটি দেশ রয়েছে। ৪৯ স্কোর নিয়ে ১৪০তম অবস্থান ভূটানের। ভারত রয়েছে ১৪৮তম অবস্থানে; স্কোর ৪৭ দশমিক ৫। শ্রীলঙ্কার স্কোর ৪৩ দশমিক ৫; অবস্থান ১৬৮তম। বাংলাদেশের ঠিক ওপরে ১৮০তম অবস্থানে রয়েছে নেপাল। দেশটির স্কোর ৩৯ দশমিক ৫।

অন্যদিকে নোমাড পাসপোর্ট সূচকে বাংলাদেশের ঠিক পরে ১৮২তম অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটির স্কোর ৩৭ দশমিক ৫। আর পাকিস্তান ৩২ স্কোর নিয়ে রয়েছে ১৯৫তম অবস্থানে।

সূচকের সবশেষ (১৯৯তম) নাম আফগানিস্তানের। দেশটির স্কোর ২৭।

আরও পড়ুনভিসা ছাড়াই এবার বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা১৩ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • মার্চে রপ্তানি হয়েছে ৪২৪ কোটি ডলারের পণ্য
  • ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বিপদের মুখে ২০২৬ বিশ্বকাপ
  • রংপুরে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধান বিচারপতি
  • মার্চে দেশে এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স  
  • অ্যারামিট সিমেন্টের অর্ধবার্ষিকে লোকসান কমেছে
  • সামিট পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয়
  • নোমাডের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ কত নম্বরে
  • রোনালদোর এবার জোড়া গোল, এক হাজারে পৌঁছাতে কত দিন লাগবে, জবাব দিল এআই
  • ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক থেকে বাংলাদেশ যেভাবে লাভবান হতে পারে