সাধারণ জ্ঞান-৪: মার্চ-২০২৫। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
Published: 6th, April 2025 GMT
সারা বছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।
১. বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের (এলডিসি) সংখ্যা—৪৪টি।
২. বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়— ১৯৭১ সালে ।
৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় যুক্ত হয়—১৯৭৪ সালে।
৪. বাংলাদেশ বিশ্বব্যাংকের ‘নিম্ন আয়ের দেশ’ পর্যায় থেকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’–এ উত্তীর্ণ হয়—১ জুলাই ২০২৫।
৫.
৬. বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে—২০২৬ সালের ২৪ নভেম্বর।
৭. বিশ্বে গত পাঁচ দশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হয়েছে মাত্র—৮টি দেশ। দেশগুলো হলো: ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল, গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ।
৮. জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত —ইউক্রেনে ।
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের ‘রাজু ভাস্কর্য’এর ভাস্করের নাম—শ্যামল চৌধুরী।
১০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘণ্টায় সর্বোচ্চ— ২৫০ কিমি গতিতে।
১১. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য—৪.৮ কিলোমিটার।
১২. দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতু (দৈর্ঘ্য ৫ দশমিক ১৩ কিমি) চালু হয়—৬ সেপ্টেম্বর ২০২২ সালে।
১৩. বাংলাদেশে বর্তমানে ‘পরিবেশবান্ধব’ সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা—১৪০টি।
১৪. বিশ্বে শীর্ষ ১০০টি পরিবেশবন্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা—৬৬টি।
১৫. বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ ই–কমার্স প্রতিষ্ঠান—আমাজন ।
১৬. ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল—২০২৪ সাল।
১৭. বিশ্বে ২০২৪ সালের সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ—ফিনল্যান্ড।
১৮. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ চালু হয়—রেল বাস।
১৯. ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বিশ্ব সরকার সম্মেলন’ অনুষ্ঠিত হয়— আরব আমিরাতে দুবাই ।
২০. USAID–এর পূর্ণ নাম—United States Agency For International Development.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এলড স
এছাড়াও পড়ুন:
ডেইলি স্টার-এইচএসবিসি সম্মাননা পেলেন কৃতী শিক্ষার্থীরা
ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডেইলি স্টার এবং এইচএসবিসি ব্যাংক। গতকাল শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘আগামীর রাষ্ট্রনির্মাতাদের অভিবাদন’ (স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমোরো)।
অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, শিক্ষক, বন্ধুবান্ধব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম।
এ বছর এডেক্সেল এবং কেমব্রিজ কারিকুলামের অক্টোবর–নভেম্বর ২০২৩, জানুয়ারি ২০২৪, মে–জুন ২০২৪ এবং অক্টোবর–নভেম্বর ২০২৪ সেশনের মোট ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ও-লেভেলে ১ হাজার ৮২৪ জন এবং এ-লেভেলে ৫৫১ জন শিক্ষার্থী রয়েছেন।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে ও-লেভেলে বিশ্ব পর্যায়ে সেরা ৬৭ জন এবং দেশসেরা ৬২ জন রয়েছেন। এ ছাড়া এ-লেভেলে বিশ্ব পর্যায়ে সেরা ১৫ জন এবং দেশসেরা ৩২ জন শিক্ষার্থীকে সম্মান জানানো হয়।
সারা দেশের ১১২টি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করেছে। কেমব্রিজ পরীক্ষার ক্ষেত্রে পরপর দুটি ও-লেভেল সেশনে কমপক্ষে ছয়টি এ গ্রেড এবং এ-লেভেলে তিনটি এ গ্রেড অর্জনকারীরা সংবর্ধনা পেয়েছেন। এ ছাড়াও আইজিসিএসই পরীক্ষায় এক বা দুটি ধারাবাহিক সেশনে ছয়টি বিষয়ে সাত বা তার বেশি গ্রেড অর্জনকারী এবং আইএএল-এ এক বা দুটি ধারাবাহিক সেশনে তিনটি এ বা তার বেশি গ্রেড অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
এইচএসবিসি বাংলাদেশের হেড অব ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকিং /তানমি হক, আইডিপি এডুকেশন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল, পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। সব সময় নিজেকে জিজ্ঞেস করো আমি কি শুধু নিজের জন্যই বাঁচব, নাকি অন্যদের জন্যও? আর যদি অন্যদের জন্য বাঁচার সিদ্ধান্ত নাও, তবে সেটা যেন তোমার দেশের মানুষের জন্য হয়।’
রিজওয়ানা হাসান বলেন, ‘তোমরা চাইলেই উন্নত কোনো দেশে গিয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারো, কিন্তু যদি তা করো, তবে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি, তা কখনো বাস্তবায়িত হবে না। জাতি গঠনে আমাদের সবারই একটা ভূমিকা আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আর আমার প্রধান অনুরোধ হলো, তোমরা দেশের সেবা করো।’
মাহ্ফুজ আনাম বলেন, ‘তোমরা যদি সত্যিকার অর্থেই আগামীর জাতি-নির্মাতা হতে চাও, তবে প্রথমেই তোমাদের দেশকে ভালোবাসতে হবে।’
অনুষ্ঠানে শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, অ্যাঙ্করলেস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক তিনটি পৃথক অনুপ্রেরণামূলক সেশনে অংশ নেন।
এই আয়োজনের টাইটেল স্পনসর এইচএসবিসি ব্যাংক। একাডেমিক পার্টনার হিসেবে পিয়ারসন এডেক্সেল এবং এডুকেশন পার্টনারের দায়িত্বে ছিল আইডিপি।
ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এই ব্যতিক্রমী বার্ষিক আয়োজনটি করে আসছে।