মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ রোববার সকালে রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দিরের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বর্তমান অন্তর্বতী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এজন্য অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

মুহাম্মদ ইউনূস ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনে শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে সেটাই আশা করি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ফলপ্রসু বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দিক উন্মোচন হয়েছে। এই সম্পর্ক আগামী দিনে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, সেটাই কামনা করছি। পাশাপাশি ভিসা চালুসহ ভারতের কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম সদস্য সুমন দে, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাকচী, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অজিত কুন্ডু প্রমুখ।

সমাবেশ শেষে রামসীতা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর মনোরম সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি জয়কালী মন্দির রোড, ওয়ারী থানা, দয়াগঞ্জ মোড় হয়ে পুনরায় রামসীতা মন্দিরের সামনে এসে শেষ হয়।

এর আগে সকাল ৭টায় রাম-সীতা মন্দিরে শ্রী রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হয়। এ সময় যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: মন দ র র

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরল আখাউড়া স্থলবন্দরে

ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর চালু হল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এর ফলে এই বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে স্থলবন্দরে।

শনিবার সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে পাঁচটি গাড়িতে করে প্রায় ২৫ মেট্রিক টন মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আট দিন বন্ধ ছিল। শনিবার সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে টানা আট দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • বউমেলায় বেশির ভাগ ক্রেতা নারী
  • পশ্চিমবঙ্গে রামনবমীতে বিজেপি-তৃণমূলের মিছিল
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ
  • টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত 
  • ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরল আখাউড়া স্থলবন্দরে
  • ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে
  • টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস
  • আমরা সবাই খানিকটা লোভী: জয়া
  • ঈদ উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা