জোসে মরিনিও যেখানে, বিতর্কের জন্ম সেখানে—বলা যায়, কথাটি এখন চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। তিনি যেখানেই যান, সেখানেই উদ্ভট সব কাণ্ড করে বসেন। ফেনেরবাচের কোচ হওয়ার পর থেকে তুরস্কেও তাঁকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সর্বশেষ গত বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর মেজাজ হারিয়ে ফেলেন মরিনিও। অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক তাঁর দুই আঙুল দিয়ে টিপে ধরেন।

আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন। এমন কাণ্ডের পর মরিনিও বড়সড় শাস্তি পেতে যাচ্ছেন, তা একরকম নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশিত ধারণাটাই সত্যি হলো।

মরিনিওকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এ ছাড়া তাঁকে ২ লাখ ৯২ হাজার ৫০০ লিরা (তুরস্কের মুদ্রা) জরিমানা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।

আরও পড়ুনমরিনিও কি কখনো নিজেকে শোধরাবেন না০৩ জুন ২০২৩

মরিনিও সহকারী সালভাতোর ফোতিও পার পাননি। গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ওকান বুরুকের নাক টিপে ধরাকে মরিনিওর অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচনা করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।’

আগামী দুই সপ্তাহ মরিনিওকে ফেনেরবাচের ডাগআউটে দেখা যাবে না.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত রস ক

এছাড়াও পড়ুন:

এক্সিম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

এক্সিম ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

পদ সংখ্যা: নির্ধারিত না।

আরো পড়ুন:

মুক্তিযোদ্ধার নাতি সেজে এক যুগ পুলিশে চাকরি, গ্রেপ্তার

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন শহীদ নুরের স্ত্রী

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক এবং স্নাতকোত্তরে সিজিপিএ কমপক্ষে ৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ থাকতে হবে অথবা ‘ও’ লেভেলে ন্যূনতম ‘৩এ’ সহ ‘২বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ‘১এ’ সহ ‘১বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।  

বয়সসীমা: ৩০ আগস্ট ২০২৫ তারিখে বয়স অনুর্ধ্ব ৩২ বছর।

বেতন: মাসিক বেতন ৫২,০০০ টাকা (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। 

কর্মস্থল: দেশের ও দেশের বাইরের যেকোনো ব্রাঞ্চ।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ভিজিট করুন: https://career.eximbankbd.com। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৫।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ