ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৫
Published: 6th, April 2025 GMT
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। স্থানীয় সময় আজ রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর সংবাদের।
সংবাদের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৫ জন।
বিস্তারিত আসছে...
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
ওডিশার ভুবনেশ্বরে বাস উল্টে এক বাংলাদেশি যাত্রী নিহত, আহত অন্তত ১৫
পূর্ব ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে উপকূলবর্তী পুরী শহরের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস উল্টে ১ বাংলাদেশি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম ননীবালা নাথ। বাসটিতে যে ৭০ জন যাত্রী ছিলেন, তাঁদের সবাই বাংলাদেশি বলে জানায় পুলিশ। তাঁরা পুরীতে জগন্নাথদেবের মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভুবনেশ্বরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের অন্য একটি বাসে পুরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পর্যটন সংস্থার ওই বাস ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় ভুবনেশ্বরের উত্তরা নামের এক জায়গায় রাস্তার পাশে খালে পড়ে যায়।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘বাসটি যেভাবে খালে পড়ে যায়, তাতে প্রথমে মনে হয়েছিল, অনেকে মারা গেছেন। কিন্তু পরে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। মারা যান একজন। বাসচালক পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
যাঁরা আহত হয়েছেন, তাঁদের ভুবনেশ্বরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের অন্য একটি বাসে পুরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।