বছরের শেষ দিনে অনেকে যখন ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দেখা গেল কুকুরের জন্য তহবিল (ফান্ড) সংগ্রহ করতে। জানা গেল, বছরের শেষ দিনে ক্যাম্পাসের কুকুরগুলোকে ভালোমন্দ খাওয়াতে চান তিনি। একটা দিন ওদের সঙ্গে কাটাতে চান। এই উদ্যোগে শামিল হয়ে গেলেন অনেকে। টাকাপয়সা যা উঠল, তা দিয়ে ছয় কেজি মুরগি ও আট কেজি চালের খিচুড়ি রান্না হলো। কুকুরগুলো যে আনন্দ পেল, আয়োজকদের আনন্দও কি তার চেয়ে কম?

এ রকম অসংখ্য উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জনি রায়ের নাম। কীভাবে তিনি প্রাণী প্রেমে উদ্বুদ্ধ হলেন? জানতে ফিরে যেতে হবে জনির শৈশবে। ‘যখন ছোট ছিলাম, বাসায় একটা কুকুর পুষতাম। একদিন এক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হই। সে সময় এক লোক কুকুরটিকে পিটিয়ে কোমর ভেঙে ফেলে। এসবের কিছুই জানতাম না আমি। বাসায় এসে দেখি, এই অবস্থায়ও ও আমার কাছে এসে বসে আছে। এর কিছুদিন পর কুকুরটি মারা যায়। এই ঘটনা আমার মনে দাগ কেটে যায়। কুকুর বা প্রাণী নিয়ে কাজ করার আগ্রহ তখন থেকে তৈরি হয়’, বলছিলেন জনি।

ক্যাম্পাসে যেভাবে শুরু

তখন কোভিডকাল। বিশ্ববিদ্যালয়ের হল, ক্যাফেটেরিয়া ও বেশির ভাগ খাবারের দোকান বন্ধ থাকায় কুকুরগুলোর বেহাল দশা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হন। গড়ে তোলেন প্রাণী কল্যাণভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি অ্যানিমেল লাভারস সোসাইটি। জনি এই সংগঠনে যুক্ত হন। সেখানে সিদ্ধান্ত হয়, আশপাশের হোটেল থেকে উচ্ছিষ্ট এনে খাওয়াবেন তাঁরা। কিছুদিন চলল এভাবে। পরবর্তী সময়ে জোগানের স্বল্পতা দেখা দিলে শিক্ষার্থীরা খাবার রান্না করে, দোকান থেকে রুটি কিনে, মুরগির উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করে কুকুরকে দেন। সে যাত্রায় প্রায় দেড় শ কুকুরের প্রাণ রক্ষা হয়।

খাবারের বন্দোবস্ত করা জনির একমাত্র কাজ নয়। সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিষেধক (র‍্যাবিশ ভ্যাকসিন) দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনাও করেন তিনি। জনি রায় জানালেন, এখন পর্যন্ত ২৭টির বেশি কুকুরকে উদ্ধার, ৬০টির বেশি কুকুরকে প্রতিষেধক প্রদান ও ৮০টির বেশি কুকুরকে চিকিৎসা দিয়েছেন তিনি। আছে বিড়াল, শূকর ও শজারু নিয়ে কাজের অভিজ্ঞতাও। এসব কাজে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের লাসানি আরফিন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের রেহেনুমা হক, পালি বিভাগের পিয়া মনি চাকমা, ইতিহাস বিভাগের কবির হাসান, উৎস মাহমুদ ও সাকিবুর রহমানও যুক্ত ছিলেন।

প্রয়োজনে প্রতিষেধক ও চিকিৎসার ব্যবস্থাও করেন জনি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ক রগ ল

এছাড়াও পড়ুন:

বিনোদনের ভরপুর এক উপভোগ্য সিনেমা

আদনান ফটোগ্রাফার। বন্ধুকে নিয়ে সদরঘাটে এসেছে ছবি তুলতে। এদিকে বিয়ের আসর থেকে পালিয়েছে সুইটি। মা–বাবার পছন্দের ছেলেকে সে কিছুতেই বিয়ে করবে না। সদরঘাট থেকে লঞ্চে করে যাবে বরিশাল। বান্ধবীর বাড়িতে কিছুদিনের জন্য আস্তানা গাড়বে। সদরঘাটে সে যখন দিগ্‌বিদিক ছুটছে, আদনান তখন ছবি তোলায় মগ্ন। এরপর যা হওয়ার তাই হয়। নায়ক–নায়িকার অবধারিত ধাক্কা, বুড়িগঙ্গার বিশ বাও জলের নিচে ক্যামেরা! ক্ষতিপূরণ আদায়ে নাছোড় আদনানের বন্ধু।

একনজরে
সিনেমা: ‘হাউ সুইট’
ধরন: কমেডি ড্রামা
পরিচালনা: কাজল আরেফিন
অভিনয়: অপূর্ব, তাসনিয়া ফারিণ, এরফান মৃধা, পাভেল
স্ট্রিমিং: বঙ্গ

আদনানের মন একটু নরম। সুইটির মতো সুন্দর মেয়ের কাছে খড়্গহস্ত হতে নারাজ। অবশ্য ক্ষতিপূরণ দিতে চায় সুইটি। কিন্তু তার কাছে তো টাকাপয়সা নেই। আদনানরা যদি তাকে বরিশালে বন্ধুর বাসায় পৌঁছে দেয়, তবে তার কাছ থেকে টাকা নিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেবে। অগত্যা রাজি হয় আদনান, লঞ্চ ছোটে বরিশাল। তখন অবশ্য কেউই জানত না সুইটির বান্ধবীর পরিবার একটা ‘মিনি চিড়িয়াখানা’।

সুইটির বান্ধবীর ভাই নয়ন এলাকায় দাপট দেখানোর চেষ্টা করে, চোখ ট্যারা, তাই সবাই তাকে ডাকে ‘ট্যারা নয়ন’। নয়ন নিজেকে গডফাদার ভাবে, তবে আদতে সে ভিতুর ডিম। তার কর্মকাণ্ড ভয়ের চেয়ে হাসায় বেশি।

তো বাসায় আসামাত্রই ছোট বোনের বান্ধবী সুইটিকে পছন্দ করে ফেলে নয়ন। বিয়ে করতে চায়, পরিবারের সবাই রাজি। সুইটি তো হতভম্ব। এক বিয়ে থেকে পালিয়ে আবার বিয়ে! রাজি না হওয়ায় তাকে বেঁধে এক ঘরে বন্ধ করে রাখা হয়। এদিকে লঞ্চ থামার পরেই আদনানদের না বলে পালিয়ে ছিল সুইটি। তারাও হন্যে হয়ে খুঁজছে মেয়েটিকে। ফারহানা সুইটিকে খুঁজে পাবে কি না, তার সঙ্গে সুইটির বিয়ে আদৌ কি হবে? এসব নিয়েই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

কয়েক বছর ধরেই ছোট পর্দা আর ওটিটিতে একের পর এক হিট কাজ উপহার দিচ্ছেন কাজল আরেফিন। লার্জার দ্যান লাইফ সব চরিত্র, হাস্যরসের মিশেলে ভিন্নমাত্রা পায় তার কাজ। থাকে ভরপুর বিনোদন। হাউ সুইটও তেমনি একটি কাজ। ওটিটিতে থ্রিলারধর্মী কাজের বাইরে বিনোদনের মোড়কে নির্মিত সিনেমাটি যেন দর্শকের চোখের আরাম।

‘হাউ সুইট’–এর দৃশ্য। ভিডিও থেকে

সম্পর্কিত নিবন্ধ