কানাডার ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন
Published: 6th, April 2025 GMT
কানাডায় আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম ফেডারেল নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। টরোন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তিনি।
এবারের নির্বাচনে ডা. তরুনই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি চিকিৎসক ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডা.
ডা. তরুন কানাডার টরেন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। ডা. তরুনের লক্ষ্য একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ কমিউনিটি যেখানে সবাই সমৃদ্ধি লাভ করবে। উন্নত স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ব্যবসার সমর্থন এবং পরিশ্রমী পরিবারগুলোর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডা. তরুন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরোন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মিস্টার বিন’ এবার কী করলেন
সেই যে পর্দায় ‘মিস্টার বিন’ হয়েছিলেন রোয়ান অ্যাটকিনসন। এরপর থেকে এই ব্রিটিশ তারকার আসল নাম ভুলেই গেছেন অনেকে। তিনি যা–ই করুন না কেন, নামের আগে জুড়ে যায় ‘মিস্টার বিন’। ৭০ বছর বয়সী এই অভিনেতা এবার ফিরলেন নতুন সিরিজ নিয়ে।
এবার কী করলেন রোয়ান
রোয়ান অ্যাটকিনসনকে এবার দেখা গেল নতুন কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’তে। সিরিজটি গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
এটি আসলে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ম্যান ভার্সেস বি’র পরবর্তী সিরিজ। এখানে তাঁকে আগের সিরিজের মতোই দেখা গেছে ট্রেভর বিংলি চরিত্রে।
আগের সিরিজে নানা ঝঞ্ঝাটে বিংলি। এবার সে তুলনামূলক শান্ত। কাজ করে একটি স্কুলের কেয়ারটেকার হিসেবে। কিন্তু বড়দিনের সময় এক লোভনীয় পেন্টহাউসের কাজ তাকে আবার টেনে আনে আগের ঝামেলায়। স্কুলের অনুষ্ঠানের শেষে যখন কেউ ‘বেবি জিসাস’কে নিতে আসে না, তখনই ছুটির দিনগুলোতে ট্রেভরের সঙ্গী হয়ে ওঠে এক অপ্রত্যাশিত অতিথি।
‘ম্যান ভার্সেস বেবি’র দৃশ্য। আইএমডিবি