Risingbd:
2025-04-06@22:56:25 GMT

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

Published: 6th, April 2025 GMT

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। দ্রুত সুপারভাইজারকে জানালে তিনি চালককে অবহিত করেন। চালক বাসটি সড়কে পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরো পড়ুন:

মোটরসাইকেলে এক পরিবার, যশোরে বাসের ধাক্কায় শেষ তিনজন

মহুয়া কমিউটার
আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ‘‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুন লেগেছে। এতে বাসের সব ছিট পুড়ে গেছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় কিশোর গ্যাংয়ের মারধরে ২ সাংবাদিক আহত

বগুড়ায় দুই সাংবাদিককে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেছে। রোববার শহরের জলেম্বরীতলা জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরে আহত সাংবাদিকরা হলেন, ইংরেজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম ও অনলাইন সংবাদমাধ্যম বগুড়া লাইভের প্রতিনিধি আসাবোদৌলা লিওন। তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা জানান, বিকেল ৩টার দিকে তারা জলেশ্বরীতলা এলাকায় একটি ফাস্টফুডের দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হলে ১০-১২ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে চান সাংবাদিকদের বাড়ি কোথায়। বাড়ির ঠিকানা বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 

সাংবাদিক খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। এসময় তিনি হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ