শাহবাগে আগুনে পুড়লো ফুলের ৮ দোকান, দগ্ধ ৫
Published: 6th, April 2025 GMT
ঢাকার শাহবাগে আগুন লেগে ৮টি ফুলের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন পাঁচ জন।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। রাত সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে প্রথমে তিনটি ও পরে আরো ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল-তৌহিদ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক ও এডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
২৬ সদস্যের এই কমিটি গঠনের তথ্য ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল নিশ্চিত করেন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটির অনুমোদন করেন। সূত্র-বাসস