Prothomalo:
2025-04-06@21:49:07 GMT

যদি হতে চান কনটেন্ট ক্রিয়েটর

Published: 6th, April 2025 GMT

‘কনটেন্ট ইজ কিং’—এক নিবন্ধে লিখেছিলেন বিল গেটস। কবে? সেই ১৯৯৬ সালে! আজকের পৃথিবীতে, অর্থাৎ ইন্টারনেটের এই দুনিয়ায় ‘কনটেন্ট’ই যে ‘রাজা’ হয়ে উঠবে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সেটা অনুমান করেছিলেন আজ থেকে প্রায় ৩০ বছর আগেই।

কিন্তু কনটেন্ট ক্রিয়েটর, অর্থাৎ কনটেন্টের নির্মাতারা যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, সেটা কি বিল গেটসও ভেবেছিলেন? জাতীয় ও আন্তর্জাতিক সব পর্যায়েই অর্থনীতি থেকে শুরু করে রাজনীতিতে বড় প্রভাব রাখছেন কনটেন্ট ক্রিয়েটররা।

বাংলাদেশেও এখন অনেকে কনটেন্ট তৈরি করছেন, যা আমরা দেখতে পাই ভিডিও, পডকাস্ট, লেখা, ব্লগ, ভ্লগ, নানা আকারে। দেশি কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা আগের চেয়ে এখন অনেক বেশি, বিশেষত কোভিড-পরবর্তী সময়টাতে এই ক্যারিয়ারের উত্থান আমরা দেখেছি। তবে যথাযথ অভিজ্ঞতা ও সঠিক তথ্যের অভাবে অনেকেই এই পথে পা বাড়িয়ে বিপদে পড়ছেন, বিপথে যাচ্ছেন।

বলা যায়, প্রায় পাঁচ বছর শিক্ষামূলক ভিডিও কনটেন্ট বানিয়ে ইউটিউব ও ফেসবুকে দিচ্ছি। আমার এই অভিজ্ঞতার আলোকে কিছু ব্যাপার তুলে ধরার চেষ্টা করছি, যা হয়তো ভবিষ্যতে যাঁরা কনটেন্ট বানাতে চান, তাঁদের কাজে লাগবে।

পা বাড়ানোর আগে

যাঁরা ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও বানান, আমরা মূলত তাঁদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ ভাবি। তবে শুধু ভিডিও নয়; লেখা, আলোকচিত্র, নকশা, আঁকা, গ্রাফিকস—এসবও কিন্তু কনটেন্টের মধ্যেই পড়ে। তবে আমরা এখানে শুধু ভিডিও কনটেন্ট নিয়েই আলোচনা করব। ভিডিও কনটেন্ট তৈরি করতে চান, বাংলাদেশে এমন মানুষের সংখ্যা অনেক। এ ক্ষেত্রে কিছু বিষয় আপনার মাথায় রাখা উচিত—

১.

আপনি আসলে কেন ভিডিও বানাতে চান? আপনার উদ্দেশ্য কী? আপনি কি শুধু টাকা আয়ের জন্য এই পথে পা বাড়াতে চাচ্ছেন? নাকি সত্যিকার অর্থেই আপনার ভিডিও বানাতে, মানুষকে বিনোদন দিতে, কিছু শেখাতে বা জানাতে ভালো লাগে? এ ব্যাপারে আপনার নিজের ভেতর পরিষ্কার ধারণা রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একটি ভিডিও দেওয়া কিন্তু সহজ কাজ নয়। নিয়মিত ভিডিও প্রকাশ না করলে অ্যালগরিদম আপনাকে ওপরে ওঠাবে না, যত ভালো ভিডিওই বানান না কেন (তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে)।

২. আপনি নতুন কী দিতে চাচ্ছেন? ‘অমুক তো পুরান ঢাকায় ঐতিহ্যবাহী খাবারের ওপর ভিডিও বানিয়ে অনেক ভিউ পাচ্ছেন, আমিও একই কাজ করলে আমাকেও বুঝি অনেক মানুষ দেখবে।’—এমন ভাবনা থেকে বাংলাদেশে অনেকেই অন্যের দেখাদেখি ভিডিও বানানো শুরু করে দেন। নিজেকেই একটা প্রশ্ন করুন। যে দোকান থেকে খুব ভালো মানের জিনিস আপনি পাচ্ছেন, ওই একই জিনিস কিনতে কি অন্য দোকানে যাবেন? এমন কিছু খুঁজতে হবে, যেটা অন্য কেউ করছে না।

৩. আপনি কি যথেষ্ট পরিশ্রমী? আমার একেকটি ভিডিওর গবেষণার পেছনে ৯-১০ ঘণ্টা সময় দেওয়া লাগে (কিছু ভিডিওর ক্ষেত্রে আরও অনেক বেশি), ভিডিও সম্পাদনা করতে লাগে আরও ৯-১০ ঘণ্টা। থাম্বনেল বানানোর জন্য ১-২ ঘণ্টা। একসময় এই প্রতিটি কাজ আমি নিজে করতাম। জীবনের প্রথম ভিডিওর সম্পাদনা থেকে শুরু করে সব শেষ করতে সময় লেগেছিল প্রায় ১৫ দিন। পরে অবশ্য নিয়মিত কাজ করায় অনেক ভিডিও ৩-৪ দিনেও শেষ করতে পেরেছিলাম। এখন তো আমার একেকটি ভিডিও বানানোর পেছনে পুরোদস্তুর একটা দল কাজ করে। বুঝতেই পারছেন, ভিডিও বানানো চাট্টিখানি কথা নয়।

কনটেন্ট কী ধরনের হতে পারে

বাংলাদেশে ও দেশের বাইরে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতা আছেন। তাঁরা একেকজন একেক বিষয়ে পারদর্শী। দেশে যেমন শিক্ষামূলক কনটেন্ট নির্মাতাদের মধ্যে আয়মান সাদিক, মুনজেরিন শহীদ, লাবিদ রাহাত, ইমতিয়াজ অর্ণব (স্টোরিহেড) প্রমুখের নাম উল্লেখযোগ্য। তাঁদের কেউ ঘরে বসে কীভাবে ইংরেজি শেখা যায়, সে বিষয়ে ভিডিও বানাচ্ছেন। কেউ দৈনন্দিন জীবনের নানা পরামর্শ সাধারণ মানুষকে দিচ্ছেন। কেউ কেউ আছেন টেক রিভিউয়ার, নানা ধরনের প্রযুক্তি, যেমন মুঠোফোন, ল্যাপটপ থেকে শুরু করে বৈদ্যুতিক সুগন্ধির রিভিউও দেন। এটিসি-অ্যান্ড্রয়েড টো টো কোম্পানি, স্যামজোন, সোহাগ ৩৬০–সহ এমন আরও অনেক চ্যানেল নিশ্চয়ই আপনারা চেনেন। পুরোপুরি বিনোদনমূলক কনটেন্ট তৈরি করেন, এমন অনেক নির্মাতাও আছেন। তাঁদের নাম বলে শেষ করা যাবে না।

বিদেশি কনটেন্ট নির্মাতাদের মধ্যে যেমন আছেন জনি হ্যারিস (যুক্তরাষ্ট্র), ধ্রুব রাঠি (ভারত), মোহক মোঙ্গল (ভারত), জুনায়েদ আকরাম (পাকিস্তান)। তাঁরা মূলত শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন। মার্ক রবার কিংবা ডেরেক মুলারের (ভেরিটাসিয়াম) মতো কনটেন্ট নির্মাতারা বিজ্ঞানভিত্তিক বিনোদনমূলক কনটেন্ট বানান। মিস্টার বিস্ট কিংবা পিউডিপাইয়ের মতো যাঁরা আছেন, তাঁরা বিভিন্ন বাস্তব জীবনভিত্তিক গেমিং শো কিংবা অনলাইন গেমিংয়ের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন। আসলে এসব উদাহরণ থেকে বোঝা যায়, ভিডিওর ধরনের কোনো সীমা নেই।

বেইলি সারিয়ান নামে একজন ইউটিউবার আছেন, যিনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবে ঘটে যাওয়া ক্রাইম ইভেন্ট (রহস্যজনক খুন কিংবা হামলা, যা ট্রু ক্রাইম নামে পরিচিত) বর্ণনা করতে থাকেন আর সেই সঙ্গে নিজের চেহারায় মেকআপ করতে থাকেন। এখন ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৭৬ দশমিক ৩ লাখের বেশি। ভাবা যায়!

খরচ কি অনেক

কনটেন্ট বানানোর শুরুতে অনেক বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই। আমি যখন শুরু করি, একদম কম দামি একটি স্মার্টফোনে ভিডিও রেকর্ড হতো। অডিওর জন্য বাসার হেডফোনের মাইক ব্যবহার করতাম, পরে বিভিন্ন ফ্রি মোবাইল অ্যাপে সম্পাদনা করতাম। সবাই যে ভুলটি করেন, ভিডিও বেশি চাকচিক্যময় করতে গিয়ে অডিওর দিকে নজর দেন না। ভিডিওর মান কিছুটা খারাপ থাকলেও অডিও যদি ভালো হয়, মানুষ দেখবে—এ ব্যাপারে নিশ্চিত থাকুন। অডাসিটি, অ্যাডোবি পডকাস্টের মতো ফ্রি টুল দিয়ে অডিও খুব ভালোভাবে সম্পাদনা করা যায়। ভিডিও সম্পাদনার জন্য সবচেয়ে ভালো ফ্রি সফটওয়্যার হচ্ছে দা ভিঞ্চি রিসলভ। মোবাইলে ক্যাপকাট, ফিলমওরা, কিনেমাস্টারের মতো সফটওয়্যার দিয়েও ভিডিও এডিট করা যায়। থাম্বনেল বানাতে পিকসআর্ট, অ্যাডোবি লাইটরুম, বা অন্যান্য মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। ইদানীং চ্যাটজিপিটি বা মিডজার্নির মতো এআই নির্ভর প্ল্যাটফর্মও এ ক্ষেত্রে খুব কাজের।

অর্থাৎ কোনো টাকা খরচ না করেও আপনি আপনার কাছে থাকা ডিভাইস ও ফ্রি সফটওয়্যার দিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করতে পারবেন। আমি আমার জীবনের প্রথম ১৮টি ভিডিওতে নিজের পকেট থেকে এক টাকাও অতিরিক্ত খরচ করিনি। নিজের কাছে যা যা ছিল, তা-ই কাজে লাগিয়েছি। পরে কিছু টাকা জমিয়ে আট হাজার টাকায় একটি কন্ডেন্সার মাইক্রোফোন কিনি, সঙ্গে অন্যান্য কিছু যন্ত্রাংশ। বুঝতেই পারছেন, ভিডিও বানানোর প্রথম খরচটিই করেছি অডিও উন্নয়নের জন্য, কোনো দামি ক্যামেরা প্রথমেই কিনে ফেলিনি।

ভিডিও বানিয়ে কত টাকা আয় করা সম্ভব

ইউটিউবে প্রথম ভিডিও আপলোড দিই ২০২০ সালের ২৭ মে। আর প্রথম আমার কোনো ভিডিও থেকে আয় আসে একই বছরের ২ নভেম্বর। অর্থাৎ প্রায় পাঁচ মাসের বেশি সময় পর। সেদিন আয় হয় মাত্র ২ টাকা ৪১ পয়সা।

তত দিনে প্রায় ২৪টি ভিডিও আপলোড করে ফেলেছি। ভিডিওর গবেষণা আর সম্পাদনার পেছনে ব্যয় করেছি ঘণ্টার পর ঘণ্টা সময়! টাকার আশায় যদি বসে থাকতাম, তাহলে কখনো হয়তো আর শুরুই করা হতো না। আমার প্রতিটি ভিডিও বানানোর পেছনে এখন প্রায় ১২ হাজার টাকা খরচ হয়। যদি শুরু থেকেই অন্যদের দিয়ে ভিডিওর গবেষণার কাজ ও সম্পাদনা করাতাম, তাহলে এই ২৪টি ভিডিওর পেছনে খরচ হয়ে যেত প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

পরে স্পনসরশিপ, মনিটাইজেশন বা পেইড কোলাবোরেশন থেকে আপনি হয়তো অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু শুরুটা প্রত্যেক ইউটিউবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। টাকার লোভে ভিডিও বানানো শুরু করলে একটা সময় আপনি হতাশ হয়ে পড়তে বাধ্য। ভিডিও বানানোর কাজ উপভোগ করুন, বাকি সব এমনিতেই পেছন পেছন চলে আসবে।

প্রতারণা থেকে বেঁচে চলা

কনটেন্ট বানানো শুরুর পর থেকেই দেশি–বিদেশি অনেক প্রতারক চক্রের কাছ থেকে অনেক টাকার প্রলোভন দেখানো ই–মেইল আসা শুরু করবে। ওরা বলবে ওরা আপনার ভিডিওতে স্পনসর করবে। কিন্তু আদতে প্রতারণা করে আপনার চ্যানেল বা পেজ হ্যাক করাই ওদের মূল ধান্দা। এদের থেকে বাঁচতে নিজের ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। কখনো কোনো অপরিচিত বা সন্দেহজনক ওয়েব লিংকে ক্লিক করা যাবে না। কখনো কিছু ডাউনলোড করতে বললে হুট করে ডাউনলোড করে নিজের কম্পিউটারে ইনস্টল করে ফেলবেন না। ই–মেইল এলে ই–মেইল অ্যাড্রেসটি আদতেই কোনো অফিশিয়াল ই–মেইল অ্যাড্রেস কি না, ভালো করে পরীক্ষা করুন। এভাবে সতর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ।

সবশেষে বলব সফল কনটেন্ট নির্মাতা হতে পারাটা বেশ পরিশ্রম ও ধৈর্যের কাজ। যথেষ্ট সময়, পরিশ্রম ও আগ্রহ থাকলেই কেবল এখানে নিজের একটি জায়গা বানানো সম্ভব। মন খারাপ? বাইরে বৃষ্টি হচ্ছে? আজকে ভিডিও দিতে অনেক আলসেমি লাগছে? তা-ও আপনাকে বিছানা থেকে পিঠ উঠিয়ে চেয়ারে বসতে হবে ভিডিওর কাজ করার জন্য। ক্যামেরা বা মাইকের সামনে যত লজ্জাই লাগুক, কথা বলে যেতে হবে। কেউ একজন যথার্থই বলেছেন, একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য দিনের সবচেয়ে কঠিন কাজ ক্যামেরার রেকর্ড বাটনটিতে চাপ দেওয়া।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনট ন ট ন র ম ত কনট ন ট ত র কনট ন ট ব ন ক কনট ন ট র প রথম ভ ড ওর ক জ কর র জন য আপন র ধরন র

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের কারাগারে ‘অপুষ্টিতে’ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর ইসরায়েলের কারাগারে ‘অপুষ্টিতে’ মারা গেছে। ওই কিশোরের নাম ওয়ালিদ খালিদ আহমেদ। ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটির (পিপিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাস–ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারে এই প্রথম কোনো কিশোরের মৃত্যু হলো।

ওয়ালিদের পরিবার ও পিপিএস জানিয়েছে, গত ২২ মার্চ ইসরায়েলের মেগিদো কারাগারে সে মারা যায়। গত বছরের সেপ্টেম্বরে রামাল্লা শহরের নিজ বাড়ি থেকে ইসরায়েলের সেনারা তাকে গ্রেপ্তার করেছিল। পাথর নিক্ষেপ ও ককটেল ছোড়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে ওই কিশোরের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। পিপিএস জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। আদালতে তাঁর মামলার শুনানিও ইচ্ছাকৃতভাবে পেছানো হয়েছে।

মারা যাওয়ার পাঁচ দিন পর তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টটিটিউটে ওয়ালিদের ময়নাতদন্ত হয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি তাঁর পরিবারের কাছে আছে, যা তাঁরা সিএনএনকে সরবরাহ করেছে।

এ বিষয়ে কথা বলতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা কোনো সাড়া দেয়নি। পরে দেশটির আইন মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।

ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে একটি চিকিৎসক দলকে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়। তারা যথাযথ পদক্ষেপও নেয়। কারাগারে মারা যাওয়া অন্য বন্দিদের মতো ওই কিশোরের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সম্পর্কিত নিবন্ধ