টিভিতে আজ শাকিব, বুবলীর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইলা মাইয়া’
Published: 6th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। সকাল ৯টায় একক নাটক ‘সমস্যা কি?’। অভিনয়ে মোশাররফ, সারিকা সাবা। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ধুম তানা না’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘স্মার্ট গার্ল’। অভিনয়ে তামিম মৃধা, স্বর্ণলতা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভালোবাসার কাছে ফেরা’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘মেঘের বৃষ্টি’। অভিনয়ে জোভান, নাজনীন নীহা। রাত ১০টা ৩০ মিনিটে ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় নাটক ‘গরিবের বন্ধু’। অভিনয়ে নিলয়, হিমি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ফুলপুর’। অভিনয়ে আরশ খান, রিয়া মণি। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘টেলিফিল্ম হতাহতের ঘটনা ঘটেনি’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘জালিয়াত’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘বলো ভালোবাসি’। অভিনয়ে ফারহান, ফারিন খান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের কারাগারে ‘অপুষ্টিতে’ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর ইসরায়েলের কারাগারে ‘অপুষ্টিতে’ মারা গেছে। ওই কিশোরের নাম ওয়ালিদ খালিদ আহমেদ। ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটির (পিপিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাস–ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারে এই প্রথম কোনো কিশোরের মৃত্যু হলো।
ওয়ালিদের পরিবার ও পিপিএস জানিয়েছে, গত ২২ মার্চ ইসরায়েলের মেগিদো কারাগারে সে মারা যায়। গত বছরের সেপ্টেম্বরে রামাল্লা শহরের নিজ বাড়ি থেকে ইসরায়েলের সেনারা তাকে গ্রেপ্তার করেছিল। পাথর নিক্ষেপ ও ককটেল ছোড়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে ওই কিশোরের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। পিপিএস জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। আদালতে তাঁর মামলার শুনানিও ইচ্ছাকৃতভাবে পেছানো হয়েছে।
মারা যাওয়ার পাঁচ দিন পর তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টটিটিউটে ওয়ালিদের ময়নাতদন্ত হয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি তাঁর পরিবারের কাছে আছে, যা তাঁরা সিএনএনকে সরবরাহ করেছে।
এ বিষয়ে কথা বলতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা কোনো সাড়া দেয়নি। পরে দেশটির আইন মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।
ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে একটি চিকিৎসক দলকে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়। তারা যথাযথ পদক্ষেপও নেয়। কারাগারে মারা যাওয়া অন্য বন্দিদের মতো ওই কিশোরের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।