সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘বাঁধনহারা’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রিয় অভিভাবক’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, রুকাইয়া জাহান চমক, রাশেদ সীমান্ত। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রুবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘প্রেম আমার’। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘প্রণয় ফাল্গুনে’। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘সন্ধ্যায় সমাধান’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড সহজিয়া।

এনটিভিতে বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রিয় অভিভাবক’। ছবি: সংগৃহীত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ক ন টক

এছাড়াও পড়ুন:

গাজায় হামলার প্রতিবাদে কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা স্থগিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংহতির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে এবং আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।

পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ১৬ দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে হিসেবে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গাজায় হামলার প্রতিবাদে ওইদিন ক্লাস-পরীক্ষা স্থগিত করায় বুধবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

সম্পর্কিত নিবন্ধ