আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল
নিজের প্রস্রাব নিজে পান করে ‘জাদুকরীভাবে’ সুস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। কয়েক দিন আগে লালনটপকে দেওয়া সাক্ষাৎকার এমন দাবি করেন ‘পদ্মশ্রী’ পুরস্কারজয়ী এই তারকা।
এই আলাপচারিতায় পরেশ রাওয়াল জানান, শুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। এরপর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান অজয় দেবগনের বাবা কোরিওগ্রাফার বীরু দেবগন। তখন পরেশ রাওয়ালকে ‘নিজের প্রস্রাব পান করার’ রীতিবিরুদ্ধ পরামর্শ দেন বীরু দেবগন।
পরেশ রাওয়াল বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি নিজের প্রস্রাব পান করতেই হয়, তবে একবারে তা পান করব না। বরং বিয়ারের মতো চুমুক দেব। কারণ আমি এটি সঠিকভাবে করতে চাই।”
আরো পড়ুন:
‘সাজিদ খান আমার পোশাক খুলতে বলেন’
মা হতে যাচ্ছেন শিরিন
পরের ঘটনা বর্ণনা করে পরেশ রাওয়াল বলেন, “আমি টানা ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি। ১৫ দিন পর চিকিৎসকের কাছে যাই। ডাক্তার আমার এক্স-রে করে হতবাক হন। ডাক্তার জানতে চান, ‘এই সিমেন্টিং কীভাবে হলো?’ ডাক্তার দেখলেন, একটি সাদা রেখা তৈরি হচ্ছে। ২ থেকে আড়াই মাস পর আমার ছাড়পত্র পাওয়ার কথা ছিল। কিন্তু দেড় মাসের মাথায় আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এটা জাদুর মতো ছিল।”
পরেশ রাওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য স্টোরিটেলার’। চলতি বছরের ২৮ জানুয়ারি মুক্তি পায় এটি। ৬৯ বছরের পরেশ এখনো অভিনয়ে দারুণ সরব। বর্তমানে তার হাতে ৮টি সিনেমার কাজ রয়েছে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পরেশ রাওয়াল। ২০১৪ সালে গুজরাট অঞ্চল থেকে বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আর নির্বাচনে অংশ নেননি। কিন্তু বিজেপির প্রতি তার সমর্থন-কার্যক্রম অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত