জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ভোট না পেয়েও একজন গত ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। এতে বোঝা যায়, বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর।

শনিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে বাগমারা দক্ষিণ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নাল আবেদীন।

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে জয়নাল আবেদীন বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে.

..। এখন বাংলাদেশের মানুষ বলছে ইউনূসকে এ দেশের জনগণের জন্য ৫ বছর থাকা উচিত। কেউ কেউ বলছেন গণভোট দিয়ে উনাকে আবার নির্বাচিত করা উচিত। অনেকে বলছে আমরা ইউনূসের পক্ষে আছি গণভোটের মাধ্যমে তা প্রমাণ করব।’

এনসিপির এই নেতা বলেন, ‘এদেশের মানুষ কোনো না কোনোভাবে দাস হয়ে ছিল। যেমন আমরা ব্রিটিশদের দাস ছিলাম, পাকিস্তানের কাছে আবদ্ধ ছিলাম, ৫৪ থেকে ২৪ পর্যন্ত ভারতের একটা কলোনিই ছিলাম, নাগরিক ছিলাম না৷ এই প্রথম ২৪–এর পরবর্তীতে একটা সময় হয়েছে নাগরিক হয়ে ওঠার।'

এনসিপি নেতা মাইনউদ্দিনের সভাপতিত্বে ও খন্দকার ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব শাকিল আহম্মেদ, এনসিপি নেতা জালাল আহমেদ, আবুল কাশেম, হেলাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন ও জুলাই আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত মেহেদী হাসান । পরে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন এনসিপি নেতা কবির আহমেদ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প

এছাড়াও পড়ুন:

থানায় ঢুকে গালিগালাজ, ২ যুবদল নেতা বহিষ্কার

মানিকগঞ্জের সিঙ্গাইরে থানায় মদ্যপ অবস্থায় প্রবেশ করে পুলিশ সদস্যদের গালিগালাজ করা এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা যুবদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরো পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার

আরো পড়ুন:

নজরুল ইসলাম খান
টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল 

ভারতে মুসলিম ওয়াকফ বিল ২০২৫ পুনঃবিবেচনার দাবি বিএনপির

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গাইর পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলামকে (২৬) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে বহিষ্কৃত দুই যুবদল নেতা মদ্যপ অবস্থায় সিঙ্গাইর থানায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় তারা গ্রেপ্তার এজাহারভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ওই দুই নেতাকে আটক করে। মামলা দায়েরের পর আজ রবিবার তাদের আদালতে পাঠানো হয়। 

সিঙ্গাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, “মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি থানায় আসেন। এরপর তারা এজাহারভুক্ত গ্রেপ্তার এক আসামিকে ছাড়তে বলেন। পুলিশ সদস্যদের গালিগালাজ করেন তারা। এ ঘটনায় গতকাল শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।”

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ