চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি আসাদুজ্জামান ফুয়াদের
Published: 5th, April 2025 GMT
চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু চার জেলার সাড়ে পাঁচ লাখ কৃষক নন, একই সঙ্গে তিস্তাপারের দুই কোটি জনগোষ্ঠী উপকৃত হবে।
শনিবার তিস্তা ব্যারাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টার এই প্রস্তাব স্বাগত জানিয়ে সরকারকে এই প্রকল্পগুলো দ্রুত গতিশীল করার দাবি জানান।
এরপর বুড়িমারী বন্দর পরিদর্শন করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। পরে লালমনিরহাটের শ্রীশ্রী পাটেশ্বরী মন্দিরে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক প্রয়াত এরশাদ হোসেনের ছেলে আবু রাইয়ান, বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান রাজী প্রধান, এবি পার্টির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেত, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর মহানগর আহ্বয়ক আবদুর রউফ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, রংপুর মহানগরের সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, নীলফামারী জেলা আহ্বয়ক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে বাস ও পিকআপ সংঘর্ষে নারী নিহত
গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রেহেনা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী। আহতদের নাম জানা যায়নি।
আরো পড়ুন:
ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২
লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০
ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থাকে আসা একটি পিকআপ ভ্যানের পাথালিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা/বাদল/মাসুদ