কাপাসিয়ায় অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক
Published: 5th, April 2025 GMT
অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে শুরু হয় নাটকটি। মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয় নাটকটির মঞ্চায়ন।
এ নাটকে অংশ নেন নরসিংদীর ভেলানগর এলাকার দিপ্তি নাট্য সংস্থা নামক একটি যাত্রা দলের ১৭ জন অভিনয় শিল্পী ও স্থানীয় চারজন অভিনেতা। নাটক পরিবেশনকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, কাপাসিয়ার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক।
আয়োজক শামসুল হক জানান, তিনি ৩০ হাজার টাকা চুক্তিতে ‘আপন-দুলাল’ নাটকটি মঞ্চায়নের জন্য নরসিংদীর ভেলানগরের দিপ্তি নাট্য সংস্থা নামক যাত্রা দলকে ভাড়া করেন। তাছাড়া সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনসহ ৫০ হাজার টাকা খরচ হয়। গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘আপন দুলাল’ গীতি নাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঈদ পরবর্তী সময়ে বিনোদন দিতে পেরে আনন্দ অনুভব করছেন তিনি।
দিপ্তি নাট্য সংস্থার স্বত্বাধিকারী মো.
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, তিনি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাটকসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা সব সময়ই করে থাকেন। এ নাটক পরিবেশন নিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন এবং স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীর সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটকটি মঞ্চায়নের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খুবই শান্তিপূর্ণ পরিবেশে নাটকটি মঞ্চস্থ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা বাতিল করা হয়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লিদের সঙ্গে আলোচনা হয়। পরে নাটকটি শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন টক আপন দ ল ল ন টকট
এছাড়াও পড়ুন:
সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে আগামীকাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল সোমবার বিকেলে এবি পার্টির সঙ্গে আলোচনা করবে কমিশন।
আগামীকাল বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।
সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত ২০ মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা শুরু করে কমিশন। অবশ্য এসব আলোচনায় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকছেন না। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।
ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। এরই ধারাবাহিকতায় এবি পার্টির সঙ্গে আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন।