ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির ইকোসিস্টেম ‘আলো’ উদ্ভাবন করেছে গ্রামীণফোন। প্রথম প্রচারণায় ঘোষণা করা হয়েছে বিশেষ অফার। 
আলো স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহক তার দূরের প্রিয়জনের বিশেষ নজরদারি করার সুযোগ পাবেন। দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে সমাধানটি বিশেষ সহায়ক হবে বলে জানান উদ্যোক্তারা।
উল্লিখিত স্মার্ট পরিষেবা সহজলভ্য করতে ১০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে বিশেষ ছাড়। আলো ইনডোর সিসিটিভি ক্যামেরায় গ্রাহক পাবেন হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপ থেকে পরিষেবা নিলে বাড়তি ৫ জিবি ডেটা বোনাস পাওয়া যাবে। অন্যদিকে, জিপি স্টার গ্রাহক মাইজিপির মাধ্যমে পরিষেবা নিলে বাড়তি সুবিধায় পাবেন হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস ও বিশেষ ছাড়।
জানা গেছে, দারাজ স্টোর থেকে কিনলেও হাজার টাকার ভাউচার পাওয়া যাবে। গ্যাস ডিটেক্টর ও ভেহিক্যাল ট্র্যাকার কেনায় গ্রাহক নগদ টাকার ভাউচার পাবেন। টেলকো-টেকে পরিণত হতে উদ্যোক্তার লক্ষ্যের সঙ্গে এমন অফার সামঞ্জস্যপূর্ণ। অপারেটরের লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো। ফলে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ ও নিরাপদ হয়। অন্যদিকে, বুদ্ধিমত্তাভিত্তিক সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কার্যকর ও গ্রাহকবান্ধব সমাধান দিতে কাজ করছি। নিজস্ব আইওটি পরিষেবা আলো দিয়ে আমরা গ্রাহকের জীবনকে সুরক্ষিত করতে চাই। যেন গ্রাহক টেলিযোগাযোগের বাইরে বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। অগ্রযাত্রায় টেলকো-টেক হতেই এমন পদক্ষেপ নেওয়া।
আলো সল্যুশন গ্রাহককে সংযুক্ত ও সুরক্ষিত রাখতে নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাকেন্দ্রিক সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নিয়মিত কাজ করছে অপারেটরটি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ষ ব গ র হক

এছাড়াও পড়ুন:

প্রিয়জনের জন্য স্মার্ট সল্যুশন

ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির ইকোসিস্টেম ‘আলো’ উদ্ভাবন করেছে গ্রামীণফোন। প্রথম প্রচারণায় ঘোষণা করা হয়েছে বিশেষ অফার। 
আলো স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহক তার দূরের প্রিয়জনের বিশেষ নজরদারি করার সুযোগ পাবেন। দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে সমাধানটি বিশেষ সহায়ক হবে বলে জানান উদ্যোক্তারা।
উল্লিখিত স্মার্ট পরিষেবা সহজলভ্য করতে ১০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে বিশেষ ছাড়। আলো ইনডোর সিসিটিভি ক্যামেরায় গ্রাহক পাবেন হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপ থেকে পরিষেবা নিলে বাড়তি ৫ জিবি ডেটা বোনাস পাওয়া যাবে। অন্যদিকে, জিপি স্টার গ্রাহক মাইজিপির মাধ্যমে পরিষেবা নিলে বাড়তি সুবিধায় পাবেন হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস ও বিশেষ ছাড়।
জানা গেছে, দারাজ স্টোর থেকে কিনলেও হাজার টাকার ভাউচার পাওয়া যাবে। গ্যাস ডিটেক্টর ও ভেহিক্যাল ট্র্যাকার কেনায় গ্রাহক নগদ টাকার ভাউচার পাবেন। টেলকো-টেকে পরিণত হতে উদ্যোক্তার লক্ষ্যের সঙ্গে এমন অফার সামঞ্জস্যপূর্ণ। অপারেটরের লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো। ফলে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ ও নিরাপদ হয়। অন্যদিকে, বুদ্ধিমত্তাভিত্তিক সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কার্যকর ও গ্রাহকবান্ধব সমাধান দিতে কাজ করছি। নিজস্ব আইওটি পরিষেবা আলো দিয়ে আমরা গ্রাহকের জীবনকে সুরক্ষিত করতে চাই। যেন গ্রাহক টেলিযোগাযোগের বাইরে বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। অগ্রযাত্রায় টেলকো-টেক হতেই এমন পদক্ষেপ নেওয়া।
আলো সল্যুশন গ্রাহককে সংযুক্ত ও সুরক্ষিত রাখতে নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাকেন্দ্রিক সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নিয়মিত কাজ করছে অপারেটরটি।
 

সম্পর্কিত নিবন্ধ