স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখার মূল প্রবেশপথের সামনে দর্শকের দীর্ঘ সারি। কেউ পরিবারের সঙ্গে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ একা।
শুক্রবার ছুটির দিন বিকেলে দেখা গেল এ চিত্র। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘অন্তরাত্মা’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন-৩’। এর মধ্যে শুক্রবার ‘অন্তরাত্মা’ বাদে বাকি পাঁচটি ছবি প্রদর্শন করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
মুক্তির পঞ্চম দিনেও এখানে ঈদের সিনেমার প্রায় সব শো–ই হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক। অনলাইন থেকে কাউন্টার, মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে টিকিট। ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে টিকিট কেটে রাখছেন।
শুক্রবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ‘জংলি’ দেখে বের হচ্ছেন দর্শক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভেঙে গেল ৯ বছরের সংসার
বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। এক বিবৃতিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তাঁরা। খবর বলিউড হাঙ্গামার
২০১৪ সালে জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’-এর শুটিং সেটে তাঁদের পরিচয়। এরপর দ্রুতই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’
এই বিবৃতিতে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন রাভিস।
টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।
অন্যদিকে মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর করেছেন ‘জিতা’, ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা।
আরও পড়ুন‘সিনেমা নিয়ে এই উন্মাদনা থাকা জরুরি’০৫ এপ্রিল ২০২৫তবে সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন মুগ্ধ। গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল।