রাজস্থান রয়্যালসকে হারিয়ে তিনে তিন করে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল পাঞ্জাব কিংসের। কিন্তু আজ ঘরের মাঠ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উল্টো বড় ব্যবধানে হেরে গেছে পাঞ্জাবের দলটি।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। রান দাঁড়ায় পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৫ রান করতে পারে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। পাঞ্জাবিদের প্রথম হার উপহার দেওয়া রাজস্থান চতুর্থ ম্যাচে পেল দ্বিতীয় জয়।

ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই ‘দশে মিলে’ খেলে জিতেছে রাজস্থান। ব্যাটিংয়ে দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। ভারত জাতীয় দলের ব্যাটসম্যান ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে করেন এই রান। অধিনায়ক সঞ্জু স্যামসন ২৬ বলে করেন ৩৮ রান। উদ্বোধনী জুটিতে ১০.

২ ওভারে দলকে ৮৯ রান এনে দেন এই দুজন।

এমন ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষ ৫৮ বলে ১১৬ রান যোগ করে রাজস্থান। ১৪তম ওভারে জয়সোয়াল বিদায় নেওয়ার পর রিয়ান পরাগ টেনেছেন ইনিংসের বাকি অংশটা। ২৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন এই ওয়ানডাউন ব্যাটসম্যান। এ ছাড়া নিতীশ রানা ৭ বলে ১২, শিমরন হেটমায়ার ১২ বলে ২০ ও ধ্রুব জুরেল ৫ বলে ১৩ রান করেন।

রান তাড়ায় প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে হারায় পাঞ্জাব। ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার বোল্ড করে দেন তাঁকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাব ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন নেহাল ওয়াধেরা। ৪১ বলে এই রান করার পথে ৩টি ছক্কা মারেন ওয়াধেরা। এ ছাড়া বলার মতো রান করেছেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে ৩০)।

২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া আর্চারই রাজস্থানের সেরা বোলার। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা ও মহীশ তিকশানা। সন্দীপ ৪ ওভারে ২১ রান ও তিকশানা ৪ ওভারে খরচ করেন ২৬ রান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যান ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে দেয়। 

এ ঘটনায় শনিবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ