রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে লাাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার রাত ১১টা ২০ মিনিটে আগুন আগুন সম্পূর্ণ নিভে যায়।
ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সমকালকে জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সাগর বলেন, মার্কেটের পাশে বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ফুল মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে আটটি ফুলের দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভিনির পেনাল্টি ঠেকিয়েও বাজির অর্থ পাননি ভ্যালেন্সিয়ার গোলরক্ষক
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে ভ্যালেন্সিয়া। এই ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন দলটির গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। ম্যাচজুড়ে দুর্দান্ত সব সেভে রিয়ালের আক্রমণভাগকে হতাশ করেছেন এই জর্জিয়ান কিপার। বিশেষ করে ম্যাচের ১২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে রিয়ালকে এগিয়ে যেতে দেননি, যা হয়ে দাঁড়ায় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।
তখনও গোলশূন্য স্কোরলাইনে স্পট কিক নেন ভিনিসিয়ুস, কিন্তু মামারদাশভিলি চমৎকার দক্ষতায় তা রুখে দেন। এর পরও দ্বিতীয়ার্ধে আরও অন্তত তিনবার গোল বাঁচিয়ে ভ্যালেন্সিয়ার জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে গণমাধ্যমে এক হাস্যকর তথ্য প্রকাশ করেন মামারদাশভিলি। বলেন, পেনাল্টি নেওয়ার আগে ভিনিসিয়ুসকে মজা করে বলেছিলেন, ‘৫০ ইউরো বাজি ধরবি?’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাজিও হন। শেষ পর্যন্ত বল ঠেকিয়ে বাজিতে জিতলেও, সেই টাকা এখনো হাতে পাননি কিপার।
হাসতে হাসতে মামারদাশভিলি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ৫০ ইউরো বাজি ধরবি সে রাজি হয়েছিল।’ আমি বল ঠেকিয়ে বাজি জিতেছি। ম্যাচের পর সে বলেছিল টাকা দেবে, এখনো দেয়নি। তবে এটা বড় কিছু না, শুধু মজার ঘটনা।’
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে কিছুটা পরিবর্তন এসেছে। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। একইদিন বার্সেলোনা রিয়াল বেটিসের সঙ্গে ১-১ ড্র করায়, ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা।