গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় শনিবার রাত ৮টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চণ্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ওই দুজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ই আর হ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

মোদির সঙ্গে কী কথা হলো ডি সিলভা-জয়াসুরিয়াদের

ক্রিকেট-পাগল এক দেশের প্রধানমন্ত্রী তিনি। নিজেও যে ক্রিকেটের খোঁজখবর ভালোই রাখেন, সেটা তাঁর এক্স হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যাবে। বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা।

ক্রিকেটপ্রেমী বলেই হয়তো শ্রীলঙ্কা সফরে থাকা মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হলো দেশটির কিংবদন্তি ক্রিকেটারদের। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছিলেন যাঁরা, সেই দলটার বেশ কজন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

সাক্ষাতের পর মোদি যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কান এই ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি কিংবদন্তি লঙ্কান ক্রিকেটাররাও বলেছেন মোদিকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা।

আরও পড়ুনশ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ ধ্বংস করে দিচ্ছে, দাবি রানাতুঙ্গার১২ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনূঢ়া কুমারা দিশানায়েকের আমন্ত্রণে মোদি ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দ্বীপ দেশটিতে সফরে আছেন। এই সফরেই অন্যান্য আনুষ্ঠানিকতার ফাঁকে মোদি সাক্ষাৎ করেছেন অরবিন্দ ডি সিলভা-সনৎ জয়াসুরিয়া-চামিন্দা ভাস-মারভান আতাপাত্তু-রমেশ কালুভিথরানাসহ ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে।

নরেন্দ্র মোদিকে ১৯৯৬ বিশ্বকাপ জয়ের গল্প শুনিয়েছেন জয়াসুরিয়া–ভাসরা

সম্পর্কিত নিবন্ধ