গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
Published: 5th, April 2025 GMT
গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় শনিবার রাত ৮টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চণ্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ওই দুজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭৫ কোটি টাকার বেশি টিকিট বিক্রি
ঈদের সিনেমা নিয়ে সব বয়সী দর্শকের আগ্রহ এবার যেমন দেখা গেছে, তেমনি টিকিট না পাওয়ার আক্ষেপও ছিল। দর্শকের চাপ সামলাতে মধ্যরাতের প্রদর্শনীর আয়োজন করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। ঈদের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এতটাই ছিল যে বন্ধ করে দেওয়া হয় হলিউডের ছবির প্রদর্শনী। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকের আগ্রহের শীর্ষে ছিল ‘বরবাদ’। এরপরই আছে ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’। মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে এই চারটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এখনো আছে। ২৯ দিনের হিসাবে ৪টি ছবির মোট টিকিট বিক্রি ৭৫ কোটি টাকার বেশি।
‘বরবাদ’ ছবির দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল