রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগেছে। আজ শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে সংস্থাটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে জানান, আগুন লাগার খবর পেয়ে ১০টা ১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে গিয়েছে।
তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিসরে ই-পাসপোর্ট সেবা চালু
মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়।
মিসরের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের কয়েকটি আবেদন গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের অতিথিরা আবেদনকারীদের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
ঢাকা/হাসান/টিপু