পানামা খালের দুটি বন্দরে হংকংয়ের প্রতিষ্ঠান সিকে হাচিসনের ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যানডাও ও পানামার পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার মার্তিনেজ-আচার মধ্যে এ আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। পানামা খাল পরিচালনা করে দেশটির সরকার। তবে খালের দুটি বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত সিকে হাচিসন। কাছাকাছি অন্য বন্দরগুলো পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও তাইওয়ানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ছিল—এই খাল বর্তমানে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর গত জানুয়ারিতে সিকে হাচিসনে নিরীক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দেয় পানামা সরকার।

আরও পড়ুনপানামা খালের ইতিহাস কী, যুক্তরাষ্ট্র কেন এটি খনন করেছিল২৪ ডিসেম্বর ২০২৪

পানামার ওই ঘোষণার পর গত মার্চে বড় চমক দেখায় সিকে হাচিসন। প্রতিষ্ঠানটি জানায়, বিদেশি তাদের অধীন পরিচালিত বন্দরগুলোর যাবতীয় দায়িত্ব বিক্রির মাধ্যমে হস্তান্তর করবে তারা। এর মধ্যে পানামা খালের দুটি বন্দরও ছিল। বন্দর দুটির পরিচালনা কার্যক্রম ২৩ বিলিয়ন ডলারে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনহস্তান্তরের দুই যুগ পর ট্রাম্প কেন পানামা খাল ফেরত চাইছেন২৪ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর চ ল

এছাড়াও পড়ুন:

মিসরে ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়।

মিসরের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের কয়েকটি আবেদন গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের অতিথিরা আবেদনকারীদের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

ঢাকা/হাসান/টিপু

সম্পর্কিত নিবন্ধ