৫০ বছর বয়সী প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২২ বছরের যুবক
Published: 5th, April 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন নামে ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুন্সিপাড়ার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় চরতি ইউনিয়নের গ্রাম পুলিশ মো.
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে ওই নারীর ঘরে ঢোকে দেলোয়ার। এ সময় ওই নারীর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দেলোয়ার পালিয়ে যায়। প্রতিবন্ধী নারী ইশারা ইঙ্গিতে জানান, পালিয়ে যাওয়া যুবক তাকে ধর্ষণ করেছে। তবে এলাকার লোকজন তাৎক্ষণিক পালিয়ে যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। শুক্রবার রাত দুইটার দিকে একই যুবক আবার ওই নারীর ঝুপড়ি ঘরে ঢুকলে তিনি চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে দেলোয়ারকে হাতেনাতে ধরে ফেলে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।
মামলার বাদী গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন বলেন, 'পাগল বলে কি ওই নারী বিচার পাবে না? তাই বিবেকের তাড়নায় মামলার বাদী হয়েছি।'
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, 'গ্রেপ্তার যুবক মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।'
উৎস: Samakal
কীওয়ার্ড: ওই ন র
এছাড়াও পড়ুন:
ফ্রিতে চট্টগ্রাম টেস্ট দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রাম টেস্ট দেখতে টিকিট কাটতে হবে না স্কুল শিক্ষার্থীদের। সেজন্য অবশ্য ছোট্ট দুই শর্ত পূরণ করতে হবে। স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে ও স্কুলের আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক খরা কাটাতে এই ব্যবস্থা করেছে বিসিবি। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। সেখানেও তেমন দর্শকের উপস্থিতি ছিল না।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৭ রান করেছে। নিক ওয়েলচ ও শন উইলিয়ামসন ফিফটি করেছেন। বাংলাদেশের হয়ে স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট।