ভিনির পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে দিল ভ্যালেন্সিয়া
Published: 5th, April 2025 GMT
লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন আরও চাপে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের দারুণ জ্বালানি পেল ভ্যালেন্সিয়া।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুটিংয়ে আমরা কেঁদেছি, এখন জংলি দেখে দর্শকরা কাঁদছেন: এম রাহিম
সিনেমা হলে ঈদের সিনেমা চলছে রমরমিয়ে। দর্শক পছন্দের সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন কিংবা অন্যটি দেখে বাড়ি ফিরছেন। এ কারণে মন খারাপ হচ্ছে অনেকের।
তবে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাটি দর্শকদের মাঝে গল্প নিয়ে বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটি দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পাচ্ছেন না সে কথা বলছেন প্রকাশ্যেই।
এবার সিনেমাটির পরিচালক এম রাহিম জানালেন সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। এক ফেসবুক স্ট্যাটাসে পরিচালক লিখেছেন,শুটিংয়ের সময় কাউকে বুঝতে দেইনি যে আমি বুকের ভেতর কী নিয়ে শ্যুট করেছি। একটা সময় আর নিজেকে ধরে রাখতে পারতাম না, কখনো কখনো আড়ালে গিয়ে একা কান্না করতাম। এডিটের সময় কান্না করেছি, ডাবিংয়ের সময় করেছি, বিজিএম যখন করেছি, তখন করেছি। ফাইনাল সাউন্ড মিক্সের সময় যখন আউটপুট নিবো; তখন এডিটর, মিউজিক ডিরেক্টর, সাউন্ড ইঞ্জিনিয়ারসহ ওখানে উপস্থিত এমন কেউ নেই যে কান্না করেনি।
পরিচালক আরও যুক্ত করেছেন, আর এখন দর্শকের রিঅ্যাকশন দেখে চোখ দিয়ে কখন পানি পড়ছে- বুঝতেই পারিনা। তবে এই কান্না হচ্ছে আত্মতৃপ্তির কান্না। এই কান্না হচ্ছে মায়ার কান্না, প্রাপ্তির কান্না, দর্শকদের ভালোবাসার কান্না।
পরিচালকের স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হয় তার সঙ্গে। প্রশ্ন রাখা হয় জংলি সিনেমায় কি শুধুই কান্নার? উত্তরে এম রাহিম বলেন, একেবারেই না। আগেও বলেছি এই গল্পে ভায়োলেন্স, অ্যাকশন ও রোমান্স সব আছে। সঙ্গে আছেন সুন্দর একটি গল্প। যে গল্পটি মানুষদের ভালো লাগছে। তারা রিলেট করতে পারছে। গল্পটি তাদের আবেগে নক করতে পারছে। দর্শক রিঅ্যাকশন দিচ্ছে তারা দেশ ৩০ মিনিট কান্না করছেন। এটা কিন্তু গল্পের ভেতরে প্রবেশর কারণে ঘটছে। শুটিংয়ের সময় আমরাও ওই দৃশ্যগুলো নেওয়র সময় কেঁদেছি। এখন হলে দর্শকরা কাঁদছে। এটিই জংলির সাফল্য।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।