সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও দ্বীন মোহাম্মদ দীনুর বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিভাবে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন।

গত ১৪ মার্চ তিনি এ আবেদনপত্রটি জেলা বিএনপির আহ্বায়ক রহতুল্লাহ পলাশের কাছে দেন। তিনি এ আবেদনটি জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাছে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। যা আদৌ সঠিক নয়।’’

আরো পড়ুন:

রংপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

রংপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫ 

বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু বলেন, ‘‘মহিলা দলের সদস্য আম্বিয়া ও সালেহা হক কেয়া একজন আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন।’’ 

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী জানান, জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুনের লিখিত আবেদন পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
 

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র সদস য ব এনপ র তদন ত ক

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডে ক্যারিয়ার–সেরা টাইমিং সামিউলের, মালয়েশিয়ায় সোনার স্বপ্ন

থাইল্যান্ডে গতকাল শনিবার অনুষ্ঠিত থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। তাঁর সময় লেগেছে ৫৮.৯০ সেকেন্ড, যেটা এই ইভেন্টে সামিউলের ক্যারিয়ার–সেরা টাইমিংও। এত দিন তাঁর সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতা থাই সাঁতারুর টাইমিং ৫৬.৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭.৮৪। আজ থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও অংশ নেবেন সামিউল।

বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানে মূলত উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। থাইল্যান্ডে হওয়া থাই ওপেন চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।

২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।

গত বছর মালয়েশিয়ায় হওয়া এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল। এবার তাঁর লক্ষ্য সোনা। আজ থাইল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে এমনটাই বলেছেন সামিউল, ‘টাইমিংয়ে কিছুটা উন্নতি করতে পেরে ভালো লাগছে। আসলে থাই চ্যাম্পিয়নশিপের জন্য আমি আলাদাভাবে কোনো প্রস্তুতি নিইনি। আমার লক্ষ্য মালয়েশিয়ায় সোনা জেতা। বলতে পারেন সেই টুর্নামেন্টের আগে এটা একটা প্রস্তুতি। তবে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেই ভালো লাগছে।’

১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে বসবে এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার। তাঁদের ইভেন্টগুলো হবে ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ব সাঁতারে অংশ নেওয়ার আগে মালয়েশিয়ায় নিজেকে আরেকবার পরখ করে দেখতে চান সামিউল, ‘জুলাইয়ে সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার। সেখানে ভালো কিছু করার চেষ্টা থাকবে। তার আগে মালয়েশিয়ায় সোনা জিততে পারলে প্রস্তুতিটা পরিপূর্ণ হবে বলে মনে করছি।’

বর্তমানে বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের একজন সামিউল। ২০২৩ সালে হওয়া জাতীয় সাঁতারে রেকর্ড গড়ে তিন সোনা জেতেন ২১ বছর বয়সী এই সাঁতারু। আর গত বছর ৩৩তম জাতীয় সাঁতারে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জেতেন পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জ।

সম্পর্কিত নিবন্ধ