৫০ বছর বয়সী প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ, গ্রেপ্তার ২২ বছরের যুবক
Published: 5th, April 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন নামের ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুলাতুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার চরতি ইউনিয়নের পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার জলিয়ার বড় বাড়ির আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো.
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক দুইটার দিকে ওই মানসিক প্রতিবন্ধী নারীর বসতঘরে হানা দেয় দেলোয়ার হোসেন। এ সময় ৫০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীর চিৎকার শুনতে পেয়ে ঘরের পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে এক যুবককে অন্ধকারে পালিয়ে যেতে দেখা যায়। ওই প্রতিবন্ধী নারীর ইশারা ইঙ্গিতে এলাকাবাসী বুঝতে পারে, পালিয়ে যাওয়া যুবক তাকে ধর্ষণ করেছে। তবে এলাকার লোকজন তাৎক্ষণিক পালিয়ে যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ৪ এপ্রিল আনুমানিক দুইটার দিকে একই যুবক ওই প্রতিবন্ধী নারীর ঝুপড়ি ঘরে প্রবেশ করলে আগের ন্যায় ওই নারী চিৎকার শুরু করে। চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে দেলোয়ারকে হাতেনাতে ধরে ফেলে। দেলোয়ার একাধিকবার ওই নারীকে ধর্ষণের বিষয়টি এলাকাবাসীর কাছে স্বীকার করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মামলার বাদী গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন বলেন, পাগল বলে কি ওই নারী বিচার পাবে না? তাই বিবেকের তাড়নায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কারণে আমি মামলার বাদী হয়েছি। দেলোয়ার একজন কসাই। সৃষ্টিকর্তা ও বিচারকদের নিকট আবেদন, যেন তিনি ন্যায়বিচার পান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার যুবক দেলোয়ার মানসিক প্রতিবন্ধী ওই নারীকে একাধিকবার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় এক গ্রাম পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ওই ন র
এছাড়াও পড়ুন:
১৩ জেলায় তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে এটির গতিপথ কোন দিকে থাকবে, তা এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তারা।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে।
এদিকে আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
ঢাকা/হাসান/টিপু