সিলেটে বিলবোর্ড দেখানোর জন্য গাছের ডাল কাটায় বিএনপি নেতার পদ স্থগিত
Published: 5th, April 2025 GMT
সিলেট নগরে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড স্থাপন করে পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকের গাছের ডাল কাটায় বিএনপির এক নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মো. আমির হোসেন। তিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছের ডাল কেটে আপনার (আমির হোসেন) ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমির হোসেন ঈদের আগে নগরের মদিনা মার্কেট এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগিয়ে ছিলেন। এ সময় বিলবোর্ড পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকে থাকা গাছের ডালপালা কেটে দেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিলবোর্ডটি সরিয়ে নেওয়া হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র হ স ন ব এনপ
এছাড়াও পড়ুন:
১৩ জেলায় তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে এটির গতিপথ কোন দিকে থাকবে, তা এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তারা।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে।
এদিকে আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারের পূর্বাভাস:
বৃষ্টিপাত: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
ঢাকা/হাসান/টিপু