ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২
Published: 5th, April 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ভ্যানটিতে থাকা এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ এতথ্য জানান।
নিহতরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শিশু মেরাজুল ইসলাম ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০
খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যের মৃত্যু
ওসি আব্দুর রউফ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালত ভ্যানটি ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ মিয়ানমারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উদ্ধারকারী ওই দলে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রকৌশল দল কর্তৃক পরিচালিত প্রাথমিক মূল্যায়নে জানা যায়, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ফলে ভবনের অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনের কিছু অংশ সম্পূর্ণরূপে ধসে পড়ে।
আরো পড়ুন:
মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার ও মেডিকেল সেবা অব্যাহত
নীলফামারীতে পুলিশ-সেনা সদস্যদের যৌথ টহল অব্যাহত
আইএসপিআর আরো জানায়, ওই ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধারে বাংলাদেশ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামীকালও উক্ত কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে।
অন্যদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখে। বিশেষভাবে উল্লেখ্য, ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আরো পাঁচটি গুরুতর অপারেশনে অংশগ্রহণ করেন। আগামীকাল ওই দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রাখবে।
ঢাকা/হাসান/ফিরোজ