বন্দরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৪ মাসের অন্তঃস্বত্ত্বা
Published: 5th, April 2025 GMT
বন্দরে এক প্রতিবন্ধী তরুণী (২৪) ফুসলিয়ে ধর্ষণ করেছে খোরশেদ আলম (৭০) নামের এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই তরুণী এখন চার মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে খোরশেদ আলম চার মাস আগে একই এলাকার এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। ফলে তরুণীটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে, বমিসহ শারীরিক পরিবর্তন দেখা দেয়। এতে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।
স্থানীয় ফার্মেসী থেকে ওষূধ এনে সেবনের পরও বমি না কমায় অবশেষে চিকিৎসকের স্মরণাপন্ন হন তারা। চিকিৎসক আলটা সনোগ্রাফির মাধ্যমে গর্ভ ধারণের বিষয়টি নিশ্চিত হন। এরপর কিশোরীর পরিবার বন্দর থানায় মামলা করেন। এ দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর গা ঢাকা দেয় খোরশেদ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে খোরশেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রাজস্থানের জয়রঠে বাঁধা হতে পারল না পাঞ্জাবও
এবারের আইপিএলে গত রাতের আগ পর্যন্ত কোন ম্যাচ হারেনি পাঞ্জাব কিংস। অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতেই শ্রেয়াস আইয়ারের দল শনিবার (৫ মার্চ) রাতে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। তবে পাঞ্জাবকে হারতে হয় ৫০ রানের বড় ব্যবধানে।
ঘরের মাঠ মহারাজা সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব কাপ্তান শ্রেয়াস। নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে রাজস্থান। জবাব দিতে নেমে পাঞ্জাব থেমে যায়, ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রানেই।
টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান ওপেনার জসস্বি জয়সওয়াল ও কাপ্তান সাঞ্জু স্যামসন উড়ন্ত সূচনা এনে দেন। এই জুটি ভাঙে ৮৯ রানে। লকি ফার্গুসনের বলে স্যামসন আউট হওয়ার আগে ২৬ বলে করেন ৩৮ রান। তিনে নামা রিয়ান পরাগকে নিয়ে স্বভাবসুলভ খেলতে থাকেন জয়সওয়াল। এই বাঁহাতি ব্যাটসম্যান ফার্গুসনের বলেই ফেরার আগে ৪৫ বলে করেন ৬৭ রান। তিনি ইনিংসটি সাজান ৩ চার ও ৫ ছক্কায়। ৩ চার ও সমান সংখ্যক ছয়ে ২৫ বলে ৪৩ রান করেন পরাগ।
আরো পড়ুন:
হারের হ্যাটট্রিক গড়ল চেন্নাই
সূর্যকুমার ও পান্ডিয়ার অতিমানবীয় পারফরম্যান্সের পরও মুম্বাইয়ের হার
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব শুরুতেই ইম্প্যাক্ট ব্যাটসম্যান প্রিয়ানশ আরিয়ার উইকেট হারায় কোনো রান না তুলেই। প্রাবশিরাম সিং আউট হন ১৭ রান করে। স্রেয়াশ আয়ার কাটা পড়েন ১০ রান করে। ১ রান করে বিদায় নেন মার্কাস স্টয়নিস। দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
সেখান থেকে নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল হাল ধরেন। ৪ চার ও ৩ ছক্কায় ওয়াধেরা ৪১ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। ম্যাক্সওয়েল করেন ৩০ রান। শশাঙ্ক সিং অপরাজিত থাকেন ১০ রান করে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজস্থানের পেসার জোফরা আরচার।
এই ম্যাচে জিততে পারলে দিল্লিকে পেছনে ফেলে শীর্ষে উঠে যেতে পারত পাঞ্জাব। কিন্তু তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো শ্রেয়াসরা। ফলে চতুর্থ স্থানে নেমে গেছে তারা। অন্যদিকে ৪ ম্যাচে রাজস্থানের এটা দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে তারা উঠে গেল টেবিলের সপ্তম স্থানে।
ঢাকা/নাভিদ