চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদনী খাতুন নামে এক নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বাকের আলী টেকের মোড় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত চাঁদনী খাতুন খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি সিইপিজেডের এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, পোশাকশ্রমিক ওই নারী পায়ে হেঁটে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতককে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার রহস্য বের করা চেষ্টা করছি।

পুলিশ জানায়, পোশাকশ্রমিক চাঁদনী খাতুন হেঁটে বাসায় ফিরছিলেন। কে, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি প্রেমঘটিত, ব্যক্তিগত প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে। ছিনতাইয়ের মতো কোনো ঘটনা মনে হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ছ র ক ঘ ত হত য

এছাড়াও পড়ুন:

রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে হিন্দু মহাজোট

মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ রোববার সকালে রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দিরের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বর্তমান অন্তর্বতী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এজন্য অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনে শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে সেটাই আশা করি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ফলপ্রসু বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দিক উন্মোচন হয়েছে। এই সম্পর্ক আগামী দিনে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, সেটাই কামনা করছি। পাশাপাশি ভিসা চালুসহ ভারতের কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম সদস্য সুমন দে, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাকচী, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অজিত কুন্ডু প্রমুখ।

সমাবেশ শেষে রামসীতা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর মনোরম সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি জয়কালী মন্দির রোড, ওয়ারী থানা, দয়াগঞ্জ মোড় হয়ে পুনরায় রামসীতা মন্দিরের সামনে এসে শেষ হয়।

এর আগে সকাল ৭টায় রাম-সীতা মন্দিরে শ্রী রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হয়। এ সময় যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ