হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। ঠিক কবে মাঠে ফিরবেন, তা এখনো অনিশ্চিত। তবে এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আর মাঠে নামা হচ্ছে না তার। ঈদের বিরতির পর আগামীকাল মাঠে গড়াচ্ছে ডিপিএলের খেলা। তামিমের অনুপস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব নেতৃত্ব তুলে দিয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের হাতে।

তামিমের জায়গায় এমন তারকাবহুল একটি দলের দায়িত্ব পাওয়া সহজ নয়। তবে সেই চ্যালেঞ্জকে চাপ নয়, বরং উপভোগ্য করে তুলতে চান হৃদয়। শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই আছে। আমি চেষ্টা করব দায়িত্বটা উপভোগ করতে, আর যতটা সম্ভব দলের জন্য অবদান রাখতে।’

দলে অনেক জাতীয় দলের ক্রিকেটার থাকায় সামনে জিম্বাবুয়ে সিরিজে মোহামেডান কিছু খেলোয়াড় হারাবে। তবে এটাকে দলের তরুণদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন নতুন অধিনায়ক, ‘এই ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের যে সুযোগ আছে, সেটার সেরা ব্যবহার করাটাই মূল লক্ষ্য। শুরু থেকেই আমাদের দল বড় বাজেটের। এখনো দলে ভালো ব্যাকআপ খেলোয়াড় আছে। তাদের জন্য এটা দারুণ সুযোগ। ওরাও তো ক্রিকেটার, তাদেরও নিজেকে প্রমাণ করার দরকার।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৫

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। স্থানীয় সময় আজ রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর সংবাদের।

সংবাদের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ