বাসায় ফেরার পথে নারী খুন, পেছনে ৩ কারণ দেখছে পুলিশ
Published: 5th, April 2025 GMT
চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদনী খাতুন নামে এক নারী পোশাকশ্রমিক খুন হয়েছেন। শনিবার বিকেলে স্থানীয় বাকের আলী টেকের মোড় সড়কে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী খাতুন খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে। সিইপিজেডের এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাত কারখানায় কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, পোশাকশ্রমিক ওই নারী পায়ে হেঁটে বাসায় ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতককে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার রহস্য বের করা চেষ্টা করছি।
পুলিশ জানায়, পোশাকশ্রমিক চাঁদনী খাতুন হেঁটে বাসায় ফিরছিলেন। কে, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি প্রেমঘটিত, ব্যক্তিগত প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে। ছিনতাইয়ের মতো কোন ঘটনা মনে হয়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজও ঢাকা ফিরছে অনেকে
টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।
রবিবার (৬ এপ্রিল) সকালেও অনেকে ঢাকা ফিরছেন।
সকালে যাত্রাবাড়ীতে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি এসে থামছে। পরিবার, পরিজন নিয়ে অনেকে ঢাকা ফিরছেন। মহাসড়কে যানজট না থাকলেও ঢাকায় ঢুকতে বেগ পেতে হচ্ছে। কিছুটা যানজট দেখা গেছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
গোপালগঞ্জ থেকে আসা নাসরিন আক্তার বলেন, “লম্বা ছুটি ছিলো। প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে এলাম। আবার ব্যস্ত শহরে। নানান স্মৃতি নিয়ে ফিরলাম। আবার কোরবানি ঈদের অপেক্ষা।”
বরিশাল থেকে আসা হেমায়েত উদ্দিন বলেন, “ভোরে রওনা হয়েছি। উদ্দেশ্য এসে অফিস করবো। চলে এসেছি। রাস্তায় তেমন যানজট নেই।”
ভাড়ার বিষয়ে তিনি বলেন, “ভোক্তা অধিকার অভিযান চালালে ভাড়া ঠিক থাকে। তারা চলে গেলে আবার বাড়তি ভাড়া নিচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে।”
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। তবে দিতে হয়েছে বাড়তি ভাড়া। এ বিষয়ে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ঢাকা/মামুন/ইভা