পবিত্র ঈদে লম্বা ছুটিতে থাকা চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা। বিশেষ করে নগরীর প্ল্যানেট পার্ক, বেলস পার্ক, এডামস্ পার্ক, ত্রিশ গোডাইন বদ্ধ ভূমি, বান্দরোড ও সিঅ্যান্ডবি রোডের পার্কগুলোয় শিশু ও কিশোর-কিশোরীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ভিড় লেগে আছে। 

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, চাঁদমারীর বটতলা, শহরতলীর তালতলী ব্রিজ, চরবাড়িয়ার বেড়িবাঁধ এলাকাকে ঘিরে প্রাণ চাঞ্চল্য আছে। একই অবস্থা নগরীর আমতলার মোড়স্থ স্বাধীনতা পার্ক, কীত্তনখোলা সেতু, খয়েরাবাদ সেতু, কালিজিরা ব্রিজ বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গা সাগর, উজিরপুরের গুটিয়ার বায়তুল আমান জামে মসজিদ, আগৈলঝাড়ার পয়সার হাট ব্রিজ ও উজিরপুরের সাতলা ব্রীজ এলাকায়ও। 

ঈদের দিন দুপুরের পর থেকে সাধারণ মানুষ এসব বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় করছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে ও দুপুরে নগরীর প্লানেট পার্কে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী পুরুষ ও বিভিন্ন বয়সের তরুণ-তরুণী ও শিশুরা জড়ো হয়েছে। তবে দর্শনার্থীদের অভিযোগ, এখানে ১০-১২ বছর আগে এখানে হাতি, ঘোড়া, ভাল্লুক, বানরসহ বিভিন্ন ধরনের পশুপাখি থাকলেও এখন কিছুই নেই, তাই তারা এখানে এসে হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন।

আরো পড়ুন:

গাজীপুরে পালিয়ে যাওয়া নীলগাইটি উদ্ধার হয়নি

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ভাঙচুর, পাখি লুট

ফারুক হোসেন নামে এক দর্শনার্থী বলেন, বরিশাল একটি বিভাগীয় নগরী হওয়া সত্ত্বেও এখানের শিশুদের চিত্তবিনোদনের ব্যবস্থা নেই। এ বিষয়ে সরকারি উদ্যোগে মিনি চিড়িয়াখানা স্থাপনের দাবি জানান তিনি। শুধু ফারুক হোসেন নয়, এখানে ঘুরতে আসা অধিকাংশ দর্শনার্থী একই দাবী করেছেন।

নগরীর ত্রিশ গোডাইন এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে সজিব ভূইয়া জানান, কীত্তন খোলা নদীর তীরে এত মানুষের উপস্থিতি আগে ভাবতেও পারেননি। বিকেলে নদীর তীরে হালকা বাতাস ও প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। তাই তিনি পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন। 

ভ্রমণ পিয়াসুরা জানিয়েছেন, ঈদুল ফিতরের ছুটিতে কর্মময় জীবনের ব্যস্ততা ছেড়ে পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছেন। ঈদের প্রথম দিন দাওয়াত, খাওয়া-দাওয়ার পাশাপাশি অল্প পরিসরে ঘোরাঘুরি করে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের পাশাপাশি, শহরতলীসহ গ্রামীণ জনপদগুলোর দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তারা। 

ঈদের আনন্দ উপভোগ করতে আসা মানুষের জন্য শহর ও উপজেলার বিনোদন কেন্দ্রগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা। 

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী বলেন, ‘‘বরিশাল নগরবাসীর জন্য উন্নত ও আধুনিক মানের বিনোদন কেন্দ্র দরকার। সিটি করপোরেশন এলাকায় তারা জায়গা খুজছেন। উপযুক্ত জমি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
 

ঢাকা/পলাশ/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব র বর শ ল নগর র

এছাড়াও পড়ুন:

বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটকের ঢল

ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। জেলার হোটেল-মোটেলের কোথাও কক্ষ খালি নেই। দীর্ঘ কয়েক বছর পর পর্যটকের ভিড় বাড়ায় বেশ খুশি জেলার পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগামীকাল শনিবার পর্যন্ত পর্যটকের ভিড় থাকবে বলে আশাবাদী তাঁরা।

পর্যটন–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় ঈদের পরদিন মঙ্গলবার থেকে পর্যটক সমাগম বাড়তে থাকে। গত বুধবার পর্যটকের চাপ ছিল সবচেয়ে বেশি। অনেক পর্যটক হোটেল কক্ষ ভাড়া না পেয়ে মসজিদের বারান্দাসহ বিভিন্ন স্থানে রাত যাপন করেছেন। গতকাল বৃহস্পতিবারও পর্যটকের বাড়তি চাপ দেখা গেছে।

গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত কয়েক দফায় জেলা শহর ও শহরতলির বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সবখানেই শত শত মানুষের ভিড়। কেউ পরিবার-পরিজন, কেউ বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। দূরদূরান্তের পর্যটক যেমন রয়েছেন, তেমনি এসেছেন আশপাশের এলাকার মানুষও। নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাতসহ প্রায় সব পর্যটনকেন্দ্রেই পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার শহরের ট্রাফিক মোড় এলাকায় কথা হয় যশোর থেকে বেড়াতে আসা শামসুল আলম নামের এক পর্যটকের সঙ্গে। তিনি বলেন, তাঁরা ১২ জনের একটি দল বুধবার পাহাড় দেখতে এসেছেন। হোটেলে অগ্রিম বুকিং দেননি। ভেবেছিলেন এসেই দরদাম করে হোটেলে উঠবেন। তবে বান্দরবানে এসে হোটেল না পেয়ে বুধবার রাতে একটি মসজিদের বারান্দায় ঘুমাতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের রাতযাপনের জন্য প্রয়োজনীয় কাপড়চোপড় দিয়ে সহযোগিতা করেছেন।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চ এলাকায় কথা হয় কুমিল্লা থেকে আসা তরুণ মনিরুল আলমের সঙ্গে। তিনি বলেন, ছয় বন্ধু একসঙ্গে বান্দরবানে এসেছেন। অনেক স্থানে ঘোরাঘুরি করেও হোটেলের কক্ষ ভাড়া পাননি। এ অবস্থায় রাতে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই।

বুধবার দুপুরে শহরতলির শৈলপ্রপাতে গিয়ে দেখা যায়, কেউ ছাদখোলা জিপ ভাড়া নিয়ে, কেউ আবার ব্যক্তিগত গাড়িতে ভিড় করেছেন পর্যটন স্পটটিতে। শৈলপ্রপাত এলাকায় ফলমূল এবং কোমরতাতে বোনা পোশাক বিক্রি করেন কিছু বম নারী। তাঁদের একজন সিয়ামপুই বম। পর্যটক বাড়ায় বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানান তিনি। সিয়ামপুই বলেন, কয়েক বছর ধরে পর্যটক আসা কমে যাওয়ায় তাঁরা পুঁজি হারিয়েছেন। এখন পর্যটকের ঢল নামতে শুরু করেছে, তবে টাকার অভাবে মালামাল সংগ্রহ করতে পারছেন না।

মেঘলা পর্যটন কেন্দ্রে কায়াক নিয়ে আনন্দে মেতে ওঠেন পর্যটকেরা। আজ সকালে

সম্পর্কিত নিবন্ধ

  • বান্দরবানে ঈদের ছুটিতে পর্যটকের ঢল