ভারতের ওয়াক্ফ সংশোধনী বিল সাংবিধানিক সুরক্ষায় হস্তক্ষেপ: খেলাফত মজলিস
Published: 5th, April 2025 GMT
ভারতের ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫–এর প্রতিবাদের পাশাপাশি বিলটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মনে করে, বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে ন্যক্কারজনক হস্তক্ষেপ।
আজ শনিবার দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ওয়াক্ফ সম্পত্তি কেবল জমি আর স্থাপনা নয়—এটি মুসলিম সমাজের ধর্মীয় বিশ্বাস, ইতিহাস এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তি। এই সম্পদ শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদ, মাদ্রাসা, খানকা ও গরিব-দুঃখীদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। এই বিলের উদ্দেশ্য ওয়াক্ফ আইনকে দুর্বল করে দেওয়া এবং ওয়াক্ফ সম্পত্তি বাজেয়াপ্ত ও দখল করার আইনি পথ তৈরি করা বলা বিবৃতিতে অভিযোগ করা হয়।
ভারত সরকারকে অবিলম্বে ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুসলমানদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত আরোপ করা চলবে না।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে নির্যাতিত ভারতীয় মুসলমানদের পাশে দাঁড়াতে আহ্বান জানায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (০৩ এপ্রিল ২০২৫)
ছবি: জাহিদুল করিম