রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে বিএনপি
Published: 5th, April 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ
রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশিত হয়েছে।
ছবিতে দেখা গেছে, পাথরের তৈরি সমাধির ওপর একটি সাদা গোলাপ ফুল রাখা। পোপ হিসেবে যে নামে তিনি পরিচিত ছিলেন, সে নাম সমাধির ওপর খোদাই করা। সমাধিটির ওপরে স্পটলাইটের আলোয় উদ্ভাসিত হয়েছে একটি ক্রুশ চিহ্ন।
গত শনিবার ভ্যাটিকানে অনুষ্ঠিত উন্মুক্ত অন্ত্যেষ্টিক্রিয়ার পর সীমিত পরিসরের অনুষ্ঠানে প্রয়াত পোপকে ওই গির্জায় সমাহিত করা হয়। গির্জাটি ইতালির রাজধানী রোমের চারটি প্রধান বিশাল গির্জার একটি। সেখানে তিনি কার্ডিনাল এবং পরে পোপ থাকাকালীন নিয়মিত যেতেন।
আজ রোববার সকালে বহু শোকাহত মানুষ গির্জার বাইরে ভিড় জমান, যাতে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
পোপ ফ্রান্সিস বিশেষভাবে ভার্জিন মেরির ভক্ত ছিলেন। চতুর্থ শতকে নির্মিত সান্তা মারিয়া ম্যাজিওরে গির্জাটি ভার্জিন মেরিকে উৎসর্গ করা প্রথম গির্জা।
পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ রোববার সকালে বহু শোকাহত মানুষ গির্জার বাইরে ভিড় জমান