রোনান সুলিভানের গায়ে বাফুফের লোগো ছাপানো জ্যাকেট
Published: 5th, April 2025 GMT
নব্বইয়ের দশকের পর আবারও বাংলাদেশের ফুটবলে লেগেছে হাওয়া। যার শুরুটা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর বাংলাদেশে জাতীয় দলে নাম লেখানোর মাধ্যমে। একই সাথে ফাহামিদুল ইসলাম ও সমিত সোমকে নিয়েও ফুটবল আড্ডায় আলোচনার শেষ নেই। আলোচনা ছিল ‘সুলিভান’ ভাইদের নিয়েও।
তবে সুলিভানদের বড় দুই ভাই কুইন ও কাভান যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলার দ্বারপ্রান্তে। তাই এই দুজনের নাম আপাতত আলোচনায় নেই। তবে তাদের আরো দুইভাই আছেন, রোনান ও ডেকলান সুলিভান। ফিলাডেলফিয়া একাডেমির এই দুই প্রতিভাবান মিডফিল্ডারের দিকেই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নজর। দিন কয়েক আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টা নিশ্চিত করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে সেই আলোচনা ভিন্ন মাত্রা পায় শুক্রবার (৪ মার্চ)। রোনান সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় বাফুফের লোগো ছাপানো জ্যাকেট পরে আছেন তিনি।
ফাহাদ দেশের শীর্ষস্থানীয় একটি ব্রডকাস্ট চ্যানেলে বলেন, “কুইন ও কাভানকে আপাতত বিবেচনায় রাখছি না। ওরা মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পেতে পারে।” তবে সুলিভানদের অন্য দুই ভাই রোনান ও ডেকলানকে নিয়ে আশার জাল বুনছে বাফুফে। ফাহাদ বলেন, “ফিলাডেলফিয়ার একাডেমিতে থাকা দুই ভাইয়ের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি বেশ স্বস্তিবোধ করেছেন বলেই মনে হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী। ওরা আগ্রহী। যদি সময়টা মিলে যায়, তাহলে ওরা বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। এতে কোনো সন্দেহ নেই।”
ফাহাদের কথায় আর কাজে যে মিল আছে তার প্রমাণ মিলে রোনানের পোস্ট করা ছবিতে। ফিলাডেলফিয়া একাডেমির প্রতিভাবান এই মিডফিল্ডার শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেন কিনা, সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তৃতীয় পক্ষের অ্যাপে মোবাইল প্যাকেজ ওভার চার্জিং
বিকাশের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মোবাইল ইন্টারনেট প্যাকেজ বিক্রির অভিযোগ এসেছে। ‘মোবাইল প্যাকেজ ওভার চার্জিং: এ কল ফর রেগুলেটরি অডিট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ শীর্ষক প্রতিবেদনে মোবাইল অপারেটর অ্যাপে তালিকাভুক্ত দাম এবং বাহ্যিক চ্যানেলের মাধ্যমে চার্জ করা মূল্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজগুলো অনুমোদিত মূল্যের চেয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ বেশি হারে বিক্রি হয়েছিল। মোবাইল অপারেটরের নিজস্ব অ্যাপে ৩০ দিনের ৪৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৯৭ টাকা, কিন্তু একই প্যাকটি বিকাশের মাধ্যমে ৫৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা ২০ শতাংশ বৃদ্ধি।
১৯৮ টাকায় তালিকাভুক্ত একটি ৭ দিনের ২৫ জিবি প্যাক বিকাশের মাধ্যমে একই দামে ২০ জিবি প্যাক হিসাবে বিক্রি হয়েছিল, যা ৮০ শতাংশ ওভারচার্জ।
২২৭ টাকা মূল্যের একটি সাত দিনের ৪০ জিবি প্যাক বিকাশে একই মূল্যের জন্য ৩৫ জিবি কমিয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তি মূল্যের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি।
৭ দিনের ১০ জিবি এবং ৩-দিনের ৫ জিবি বিকল্পগুলোসহ অন্যান্য প্যাকেজগুলোও ৫৫ শতাংশ থেকে ৫৮ শতাংশ অতিরিক্ত চার্জে বিক্রি হয়েছে।
ফয়েজ আহমেদ লেখেন, বিটিআরসিতে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের অধীনে একটি সুষ্পষ্ট প্রাইসিং রেগুলেশন রয়েছে। তার তোয়াক্কা না করে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত প্রাক্কলন অতিরিক্ত মূল্য আদায় গ্রাহকস্বার্থ ও রাষ্ট্রের সার্বিক স্বার্থবিরোধী বলেই বিবেচিত হওয়া উচিত। বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রেগুলেটরি শাস্তির মুখোমুখি করা দরকার বলে।