এভারটনে হোঁচট আর্সেনাল, শিরোপা লড়াইয়ে ধাক্কা
Published: 5th, April 2025 GMT
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। গুডিসন পার্কে শনিবারের ম্যাচে ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়েছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ৩৪ মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে আর্সেনালকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফিরে আসে এভারটন। আক্রমণে উঠে প্রথম মিনিটেই আর্সেনালের ডি-বক্সে ফাউলের শিকার হন জ্যাক হার্মিসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট কিকে গোল করে সমতা ফেরান সেনেগালের ফরোয়ার্ড ইলিমান এনজাই।
এরপর ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে ছিল আর্সেনাল। একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি তারা। ৮৪ মিনিটে ডি-বক্স থেকে নেওয়া গাব্রিয়েল মার্তিনেল্লির শট দারুণভাবে ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। শেষ পর্যন্ত আর্সেনালের সব চেষ্টা ব্যর্থ করে ম্যাচ থেকে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় এভারটন।
এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষে লিভারপুল। এদিকে ৩৫ পয়েন্ট নিয়ে এভারটন উঠে এসেছে ১৪ নম্বরে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তৃতীয় পক্ষের অ্যাপে মোবাইল প্যাকেজ ওভার চার্জিং
বিকাশের মতো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মোবাইল ইন্টারনেট প্যাকেজ বিক্রির অভিযোগ এসেছে। ‘মোবাইল প্যাকেজ ওভার চার্জিং: এ কল ফর রেগুলেটরি অডিট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ শীর্ষক প্রতিবেদনে মোবাইল অপারেটর অ্যাপে তালিকাভুক্ত দাম এবং বাহ্যিক চ্যানেলের মাধ্যমে চার্জ করা মূল্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজগুলো অনুমোদিত মূল্যের চেয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ বেশি হারে বিক্রি হয়েছিল। মোবাইল অপারেটরের নিজস্ব অ্যাপে ৩০ দিনের ৪৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৯৭ টাকা, কিন্তু একই প্যাকটি বিকাশের মাধ্যমে ৫৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা ২০ শতাংশ বৃদ্ধি।
১৯৮ টাকায় তালিকাভুক্ত একটি ৭ দিনের ২৫ জিবি প্যাক বিকাশের মাধ্যমে একই দামে ২০ জিবি প্যাক হিসাবে বিক্রি হয়েছিল, যা ৮০ শতাংশ ওভারচার্জ।
২২৭ টাকা মূল্যের একটি সাত দিনের ৪০ জিবি প্যাক বিকাশে একই মূল্যের জন্য ৩৫ জিবি কমিয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তি মূল্যের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি।
৭ দিনের ১০ জিবি এবং ৩-দিনের ৫ জিবি বিকল্পগুলোসহ অন্যান্য প্যাকেজগুলোও ৫৫ শতাংশ থেকে ৫৮ শতাংশ অতিরিক্ত চার্জে বিক্রি হয়েছে।
ফয়েজ আহমেদ লেখেন, বিটিআরসিতে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের অধীনে একটি সুষ্পষ্ট প্রাইসিং রেগুলেশন রয়েছে। তার তোয়াক্কা না করে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত প্রাক্কলন অতিরিক্ত মূল্য আদায় গ্রাহকস্বার্থ ও রাষ্ট্রের সার্বিক স্বার্থবিরোধী বলেই বিবেচিত হওয়া উচিত। বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের রেগুলেটরি শাস্তির মুখোমুখি করা দরকার বলে।