দখলদারিত্ব ও জুলুমবাজদের দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : মাও. মঈনুদ্দিন আহমাদ
Published: 5th, April 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান পেয়ে তার গুনাহ খাতা মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। পাশাপাশি আপানাদের মনে রাখতে হবে সমাজে যারা দখলদারিত্ব জুলুম চাদাঁবাজে লিপ্ত আছে এমন গুনাগার ব্যক্তি দিয়ে সমাজে ভালো কাজ সম্ভব না।
তারা শুধু বড় বড় গল্প ও আশার বানী শোনাতে পারবে আদতে সমাজ সংস্কার তাদের দ্বারা সম্ভব না। কারন তারা নিজেদের সংস্কারই করেনা, সমাজ সংস্কার কোথায় থেকে করবে। অতীত থেকে যারা শিক্ষা না নেয় তাদের ভবিষ্যৎ খুবই ভয়াবহ হয়।
শনিবার (৫ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ থানা পূর্ব ১৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি হাফেজ কামরুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম। তিনি বলেন ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া সমাজে প্রকৃত পক্ষে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য সাঈদ তালুকদার, মজলিসে সূরা সদস্য মো ফরিদ উদ্দিন আহমেদ,ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
রায়হান শরিফকে আহ্বায়ক ও মো. রাশেদকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ১১ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাকীরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. রাব্বি, যুগ্ম আহ্বায়ক শুক্কুর মিয়া, সদস্য মো. ইউসুফ, মামুন মিয়া, মোসাম্মৎ জিয়াসমীন, মো. শাকিল, মো. কাদির, মো. জুলহাস, মোসাম্মৎ সালমা বেগম।