অবসর পেলেই মন্দির দর্শনে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে যান সারা আলি খান। অনুরাগীদের অনেকেই তা জানেন। তারপরও এ বলিউড অভিনেত্রীর মন্দির দর্শনের বিষয়টি নিয়ে তারা মেতে উঠছেন নতুন জল্পনায়।
নেটিজেনদের কেউ কেউ দাবি করেছেন, নতুন করে প্রেমে মজেছেন এই অভিনেত্রী। আর সেই প্রেমিক পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করার বাসনায় মন্দিরে গিয়ে আশীর্বাদ নিচ্ছেন। তবে নেটিজেনদের এই দাবি সত্য কিনা, তার শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
কামাখ্যার মন্দিরে সারাকে যে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে, তার প্রমাণ তুলে ধরেছেন ছবিশিকারিরা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি আরও একবার কামাখ্যা দর্শনে গিয়েছিলেন সারা। মন্দির দর্শনের মুহূর্তে শিকারিরা যে ছবিগুলো তুলেছেন, তার ফ্রেম নজর কেড়েছে এক ‘রহস্যময় পুরুষ’।
ছবিতে আরও দেখা গেছে, সাদা শিফনের সালোয়ার পরে সিঁদুরে কপাল রাঙিয়েছেন সারা। মন্দিরে প্রবেশ করেই একমনে ধ্যানমগ্ন হয়ে আছেন। পুজোর পর নৌকা চড়ে ব্রহ্মপুত্র বুকে ভেসে বাড়ানোর মুহূর্তটাও ক্যামেরাবন্দি করে রেখেছেন অনুরাগীরা। তবে সেই গুচ্ছখানেক ছবির মধ্যে একটি ছবি নিয়ে মূলত প্রেমের গুঞ্জনের সূত্রপাত।
সেই ছবিতে দেখা গেছে, কামাখ্যার নিয়মমাফিক পূজা দেওয়ার পর রীতি অনুযায়ী সিঁদুরেমাখা মূর্তিতে কাঁচা পয়সা দিচ্ছেন সারা। আর সেখানেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন, যিনি পূজার লাল উত্তরীয় গলায় জড়িয়ে সারার পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছেন। তা দেখেই নেটিজেনরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন সারাকে। তাঁর সঙ্গে থাকা রহস্যময় পুরুষটি নতুন প্রেমিক কিনা? সেই প্রশ্নই জোরালো হয়ে উঠেছে নেট দুনিয়ার বাসিন্দাদের কাছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র আল খ ন মন দ র
এছাড়াও পড়ুন:
মেহেরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয়খান। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।
শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয়খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।