পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ হাওলাদার (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।  

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নে ধর্ষণ ও রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধরের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার স্বামী।

হাসপাতালে ভুক্তভোগী নারী জানান, ‍আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ তার ঘরে যাওয়া আসা করতেন। প্রায় আড়াই বছর আগে ঘরে একা পেয়ে সোহাগ তাকে ধর্ষণ করেন এবং ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সোহাগ ওই নারীকে আরো কয়েকবার ধর্ষণ করেন। গতকাল দুপুরে ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষণ করেন ওই যুবক। সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামী নদীতে মাছ শিকারে যান। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী সোহাগকে বাঁধা দেন এবং কৌশলে ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ভুক্তভোগীকে মারধর করেন। এসময় নারীর স্বামী বাড়িতে প্রবেশ করলে সোহাগ সেখান থেকে পালিয়ে যান।

আরো পড়ুন:

নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ

ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগীর স্বামী বলেন, “আমি জেলে। তারা (অভিযুক্ত) এলাকার প্রভাবশালী। বর্তমানে মামলা না দেওয়ার জন্য তারা আমাকে হুমকি  দিচ্ছে। রাতে আমার স্ত্রী ফোন দিয়ে জানালে আমি মাছ ধরা বাদ দিয়ে বাড়িতে এসে সোহাগকে দেখতে পাই। আমাকে দেখে সে দৌঁড়ে পালিয়ে যায়। সোহাগকে এ কাজে আরো কয়েকজন সহযোগিতা করে। আমি আমার স্ত্রীকে নির্যাতনকারীর শাস্তির দাবি জানাচ্ছি।”

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ওই ন র

এছাড়াও পড়ুন:

আজও ঢাকা ফিরছে অনেকে 

টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।

রবিবার (৬ এপ্রিল) সকালেও অনেকে ঢাকা ফিরছেন। 

সকালে যাত্রাবাড়ীতে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি এসে থামছে। পরিবার, পরিজন নিয়ে অনেকে ঢাকা ফিরছেন। মহাসড়কে যানজট না থাকলেও ঢাকায় ঢুকতে বেগ পেতে হচ্ছে। কিছুটা যানজট দেখা গেছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

গোপালগঞ্জ থেকে আসা নাসরিন আক্তার বলেন, “লম্বা ছুটি ছিলো। প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে এলাম। আবার ব্যস্ত শহরে। নানান স্মৃতি নিয়ে ফিরলাম। আবার কোরবানি ঈদের অপেক্ষা।”

বরিশাল থেকে আসা হেমায়েত উদ্দিন বলেন, “ভোরে রওনা হয়েছি। উদ্দেশ্য এসে অফিস করবো। চলে এসেছি। রাস্তায় তেমন যানজট নেই।” 

ভাড়ার বিষয়ে তিনি বলেন, “ভোক্তা অধিকার অভিযান চালালে ভাড়া ঠিক থাকে। তারা চলে গেলে আবার বাড়তি ভাড়া নিচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে।”

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। তবে দিতে হয়েছে বাড়তি ভাড়া। এ বিষয়ে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ