যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্য প্রবেশে বাড়তি শুল্কারোপের বিরুদ্ধে এরই মধ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে চীন। নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ নিরাপদ রাখতে নানা ধরনের শক্তিশালী পদক্ষেপ অব্যাহত রাখবে বেইজিং। যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে ঘোষিত সরকারের নীতির আলোকে আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশে পাল্টা শুল্ক আরোপ করেন। চীনের ওপর আরোপ করা হয় অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। ফলে এখন চীন থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গুনতে হবে ৫৪ শতাংশ শুল্ক।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের শুল্কের জবাব দিতে চীনের ৫ পদক্ষেপ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণার পর গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের যেকোনো পণ্য আমদানিতে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা করে চীন। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্রতর হলো।

আজ সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘[পুঁজিবাজার] কথা বলতে শুরু করেছে’। সঙ্গে তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের দরপতনের একটি ছবি যুক্ত করেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের০৪ ফেব্রুয়ারি ২০২৫

আজ শনিবার এক বিবৃতিতে চীনের স্বাস্থ্যসেবা ও বস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিকস খাতের বিভিন্ন বাণিজ্য সংগঠন এক বিবৃতিতে এক জোট হয়ে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খোঁজার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিকে আরও ভয়াবহ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাহমুদউল্লাহ-আরিফুলের ফিফটিতে আবাহনীকে মোহামেডানের চ্যালেঞ্জ

যেই জিতবে তার মাথায় বসবে চ্যাম্পিয়নের মুকুট। ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডানের অলিখিত ফাইনাল নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালেও আদতে মাঠে এমন কিছুর লেশ মাত্র ছিল না। হাতে গোণা গুটিকয়েক দর্শকের মাঝে মোহামেডানের ব্যাটিংও ছিল ম্যাড়মেড়ে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ এপ্রিল) লড়াউয়ে নামে আবাহনী-মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদ-আরিফুল হকের ফিফটিতে ভর করে মোহামেডান চ্যালেঞ্জ ছুঁড়ে। টস হেরে ব্যাটিং করতে নেম ৭ উইকেটে ২৪০ রান করে সাদাকালো ক্লাবটি।

মাহমুদউল্লাহ-আরিফুল দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫০ রান। দুজনের ইনিংস ছিল ধীরগতির, মাহমুদউল্লার এই রান করতে লাগে ৬২ বল আর আরিফুলের ৫৭ বল। রনি তালুকদারের ব্যাটে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে পারেনি।

রনির ব্যাট থেকে আসে ৪৫ রান। মাঝে ৪২ রান করে ফরহাদ হোসেন। শেষ দিকে নাসুম আহমেদ ৪ ও মোস্তাফিজুর রহমান ৫ রানে অপরাজিত ছিলেন। ১৫ রান করেন আনিসুল ইসলাম।

আবাহনীর হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী-মোসাদ্দেক হোসেন সৈকত সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ